ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসিদের রুখে দিল বিলবাও


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০৯:৪৩ এএম
মেসিদের রুখে দিল বিলবাও

লিওনেল মেসির ফেরার দিনেও লা লিগায় হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে আর্নেস্তো ভালভার্দের দল।

রোববার রাতে সান মামেসে হাইভোল্টেজ ম্যাচটিতে প্রথমার্ধের ২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। ৩০ গজ দূর থেকে মেসির নেওয়া শট লাগে ক্রসবারে। আর তাতেই স্বপ্নভঙ্গ হয় বার্সার। যদিও এর আগে ম্যাচের শুরুতে বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ানো বিলবাও একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। মাঝমাঠে আর্তুরো ভিদাল বল হারালে দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ইউরি বের্চিচের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর ১৭তম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে স্প্যানিশ মিডফিল্ডার মার্কেল সুসায়েতার জোরালো শট দারুণ নৈপুণ্যে বাঁ হাত দিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২৪তম মিনিটে গোলরক্ষক বরাবর বাইসাইকেল কিক নেন রাউল গার্সিয়া।

সব মিলিয়ে পুরো ম্যাচেই দারুণ খেলেছে বিলবাও। অন্যদিকে পুরো ম্যাচে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের পারফরম্যান্স ছিল অসাধারণ।

প্রথমার্ধে বিলবাও মিডফিল্ডার মার্কেল সুসায়েতার জোরালো শট দারুণ নৈপুণ্যে বাঁ হাত দিয়ে ঠেকান স্টেগেন। দশ মিনিট বাকি থাকতে ইনাকি উইলিয়ামসের ১০ গজ দূর থেকে নেওয়া শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে বার্সার ত্রাতা এই জার্মান গোলরক্ষকই।

যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয়েছিল বিলবাও। হ্যান্ডবল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অস্কার ডি মার্কোস। তাতে অবশ্য এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি স্বাগতিকদের।

লা লিগায় টানা দ্বিতীয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় ম্যাচ ড্র করল বার্সেলোনা। লিগে আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২, এরপর কোপা দেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ