ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরেকটি শিরোপা জিতল মেসিরা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৪:১৪ পিএম
আরেকটি শিরোপা জিতল মেসিরা

লা লিগার শিরোপা জিতে গেল মৌসুমটা শেষ করেছিলেন লিওনেল মেসিরা। আর নতুন মৌসুমও শিরোপা জিতেই শুরু করলেন তারা। মঙ্গলবার ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতে নিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

এদিন অধিনায়ক ও দলের সেরা খেলোয়াড় মেসি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রাখেন অবদান।

এদিন বার্সার হয়ে প্রথম গোলটি করেন ম্যালকম। ম্যাচের ১৮তম মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের জোরালো কোনাকুনি শটে জাল খুঁজে নেন মালকম। গত মাসে ফরাসি ক্লাব বোর্দো থেকে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাম্প নউয়ে এটাই প্রথম গোল।

বিরতির আগেই মেসির নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৩৯তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আরো পড়ুন: মেসি এখনো যাদের টপকাতে পারেননি

ম্যাচের ৬৭তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন বদলি নামা রাফিনিয়া। 

প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা; এবার এই ট্রফির ৫৩তম সংস্করণ হলো।

শনিবার লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে মেসির দল।

আগামী শনিবার আলাভেসের মাঠে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মেসিরা।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ