ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলে জিতল বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০৯:১৩ পিএম
পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলে জিতল বাংলাদেশ

ডিফেন্ডেং চ্যাম্পিয়ন হিসেবে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশি মেয়েরা। পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো বেশি সফল মারিয়া মান্ডা-শামসুন্নাহাররা। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শামসুন্নাহাররা ৫টি গোল করে, এছাড়া তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি ২টি করে গোল করে। ৬ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো বেশি ছন্নছাড়া পাকিস্তানি মেয়েরা। ৪৮ থেকে ৬০ এই ১২ মিনিটের মধ্যে ৬ গোল হজম করে পাকিস্তান। এরপর ৮৮ মিনিটে আনাই মোগিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর ৯০ মিনিটে শামসুন্নাহার নিজের পাঁচ নম্বর গোলটি করেন। তাতে ১৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

যার ফলে বাংলাদেশি মেয়েদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। কারণ শেষ ম্যাচে পাকিস্তান নেপালকে কমপক্ষে ১৫ গোল ব্যবধানে হারাতে হবে। তুলনামূলক শক্তিধর নেপালকে ১৫ গোল ব্যবধানে হারানো পাকিস্তানের পক্ষে বেশ অসম্ভবই বটে।

আগামী ১৩ আগস্ট বাংলার মেয়েরা খেলবে নেপালের বিপক্ষে। ১৬ আগস্ট হবে দুটি সেমিফাইনাল। আর ১৮ তারিখ হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

২৩ সদস্যের বাংলাদেশ দল :
মাহমুদা আখতার, রুপনা চাকমা, রুপা আক্তার, আঁখি খাতুন, আনাই মগিনি, নাজমা, নিলুফা ইয়াসমিন নীলা, ইলামনি, শাহেদা আক্তার রিপা, আনুচিং মগিনি, রেহানা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, লাবনী আক্তার, তহুরা খাতুন, মুন্নী আক্তার, শামসুন্নাহার, সোহাগী কিসকু, ঋতুপর্ণা, সাজেদা, শামসুন্নাহার জুনিয়র, রোজিনা ও নওসুন।

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ