ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্নাব্যুতে গোল–বন্যা, রোনালদোর একাই ৪


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ১০:১৩ এএম
বার্নাব্যুতে গোল–বন্যা, রোনালদোর একাই ৪

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগের ম্যাচে রোনালদোর নৈপুণ্যে জিরোনাকে ৬-৩ গোলে হারায় রিয়াল। এবারই প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির মাঠে গত অক্টোবরে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। তাই গত রাতে মধুর প্রতিশোধ নিয়েছে জিনেদিন জিদানের দল। 

ম্যাচের প্রথম মিনিট থেকেই মনে হচ্ছিল, এ ম্যাচে গোল হবেই। ৭ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যেতে পারত রিয়াল। প্রথমে রোনালদো, পরে লুকাস ভাসকেজকে গোলবঞ্চিত করেন জিরোনা গোলরক্ষক। ৯ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া হওয়ার পরও ভাসকেজ-রোনালদোর মুখে হাসি! কারণ, প্রথম ৯ মিনিটের ফুটবল দেখেই মনে হচ্ছিল, খেলাটা শুধু খেলছেনই না তারা, উপভোগও করছেন। এই হাসি দীর্ঘায়িত করতে বেশি সময় লাগলো না রিয়ালের। ১১ মিনিটে গোলও পেয়ে গেল রিয়াল। কর্নার থেকে আবার বল ফেরত পেয়েছিলেন ক্রুস। তার নিচু ক্রস থেকে রোনালদোর দারুণ এক শট (১-০)।

গোল দিয়ে থামেনি রিয়াল। ২০ মিনিটের মধ্যে আরও তিনেক সুযোগ পেয়েছে রিয়াল। পাল্টা আক্রমণে জিরোনাও সুযোগ সৃষ্টি করেছিল দুটি। 

২৩তম মিনিটে জালে বল পাঠান লুকাস ভাসকেস। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায়, অনসাইডে ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড।

২৯ মিনিটে কারভাহালের ভুলে সমতায় ফেরে জিরোনা। ডান প্রান্তে অযথা এক ফাউল করেন রিয়াল রাইটব্যাক। সেখান থেকে পাওয়া ফ্রি কিকে হেড করে স্টুয়ানির গোল। স্টুয়ানিকে ডিফেন্ড করার দায়িত্বে কারভাহালই ছিলেন। প্রথমার্ধের বাকি সময়টা সমানে সমান লড়েছে দুই দল।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ফের দলকে এগিয়ে দেন রোনালদো। করিম বেনজেমার পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ-পায়ের উঁচু শটে গোলটি করেন তিনি। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়।

নৈপুণ্য দেখিয়েছেন রোনালদো খেলেছেন মাঠ জুড়ে। খেলা তৈরি করেছেন। মাঝমাঠে নেমে অন্যদের বল বানিয়ে দিয়েছেন। এমনকি এসেনসিওকে ফ্রি কিক নিতে দিয়েছেন। ৫৯ মিনিটের গোলটা সেই রোনালদোকে পূর্ণতা দিল। বাঁ প্রান্ত থেকে মার্সেলো দিলেন বেনজেমাকে। বেনজেমার দুর্দান্ত পায়ের কাজে ডি-বক্সের ভেতর ফাঁকায় বল পেলেন রোনালদো। ওই জায়গা থেকে রোনালদো শট নেবেন, এটা জানা কথা। কিন্তু বার্নাব্যু–ভর্তি দর্শক ও টিভি পর্দায় তাকিয়ে থাকা সবাইকে স্তব্ধ করে রোনালদো পাস দিয়ে দিলেন ভাসকেজকে! ব্যবধান বাড়ল রিয়ালের (৩-১)।

৬৪তম মিনিটে আসেনসিওর ছোট পাস ধরে বেনজেমার নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক; কিন্তু বল হাতে রাখতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে হ্যাটট্রিক পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।  

৬৭তম মিনিটে বাঁ-দিক থেকে বোরহা গার্সিয়ার ক্রসে হেডে ব্যবধান কমান স্তুয়ানি। চলতি লা লিগায় এটা তার ১৭তম গোল।

৮৬তম মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে ডান পায়ের কোনাকুনি শটে দলের পঞ্চম গোলটি করেন আসেনসিওর বদলি নামা গ্যারেথ বেল। তিন মিনিট পর হেডে আরেকটি গোল শোধ করেন রামিরেস লোপেস।

যোগ হওয়া প্রথম মিনিটে (৯১) ক্রুসের আরেকটি পাস খুঁজে নিল রোনালদোকে। আরেকটি ঠান্ডা মাথার প্লেসিং। ম্যাচের নবম গোল (৬-৩)!

এর আগেই ৮২ মিনিটে মাঠ ছেড়ে উঠে গেছেন বেনজেমা। দর্শকের দুয়ো ততক্ষণে করতালিতে রূপ নিয়েছে। রোনালদোর সেরাটা বের করতে নিঃস্বার্থ বেনজেমার গুরুত্বটা যে শুধু জিদান নন, দর্শকেরাও বুঝতে শিখছেন!

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ