ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০২:৪৯ পিএম আপডেট: মার্চ ১৩, ২০১৮, ০৮:৫২ এএম
নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা

দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই রাশিয়া ও জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।মুলত বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবেই এই ম্যাচ গুলোর আয়োজন।লিগ ওয়ানে মার্সেইয়েল বিপক্ষে ম্যাচে গত ২৫শে ফেব্রুয়ারী ইনজুরিতে পরে নেইমার। এরপর তার পায়েল অস্ত্রপাচার করা হয়। আগামি তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের তারকাকে। তাই বিশ্বের সবচেয়ে দামী খেলোয়ারকে ছাড়াই ব্রাজিল দল ২৩ ও ২৭ মার্চ রাশিয়া ও জার্মানির বিপক্ষে খেলবে। দলে রয়েছেন তিন নতুন মুখ।

সোমবার তিতের ঘোষিত দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ত্রয়ী ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেতো, বেসিকতাসের মিডফিল্ডার অ্যান্ডারসন তালিসকা ও রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড উইলিয়ান হোসে।

তবে জুভেন্টাসের তারকা ফুলব্যাক অ্যালেক্স সান্দ্রো তিতের দলে জায়গা পাননি। পায়ের ‘মেটাটারসাল’ হাড় ভেঙে যাওয়ায় খেলতে পারবেন না দলের সেরা তারকা নেইমার।

তারপরও দলে রয়েছেন বেশ কিছু তারকা খেলোয়াড়। ফিলিপে কুতিনহো, মার্সেলো, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, কাসেমিরো, উইলিয়ান, এডারসনরা ২৩ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে খেলবেন।

২৭ মার্চ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচটি হবে বার্লিনে। ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭-১ গোলে হারের পর এটিই হবে জার্মানির বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ।সেই ম্যাচেও ইনজুরির কারনে দলের বাইরে ছিলেন নেইমার। 

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন (রোমা), এডারসন (ম্যানচেস্টার সিটি), নেতো (ভ্যালেন্সিয়া)

ডিফেন্ডার: দানি আলভেজ (পিএসজি), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফগনার (কোরিন্থিয়ানস), পেদ্রো জেরোমেল (গ্রেমিও), মার্কুইনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), রদ্রিগো কায়ো (সাও পাওলো), থিয়াগো সিলভা (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), ফ্রেড (শাখতার), পাওলিনহো (বার্সেলোনা), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা), রেনাতো অগাস্তো (বেইজিং গুয়ান), অ্যান্ডারসন তালিসকা (বেসিকতাস), উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: ডগলাস কস্তা (জুভেন্টাস), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), টাইসন (শাখতার), উইলিয়ান হোসে (রিয়াল সোসিয়েদাদ)।
গেনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ