ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনা আজও পারল না


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৮:৩৯ এএম
বার্সেলোনা আজও পারল না

সব প্রতিযোগিতায় এ নিয়ে পাঁচ ম্যাচের চারটিই ড্র করেছে বার্সেলোনা। যে একটি জয় পেয়েছে তাও খুঁজে–পেতে বলা যায়। চ্যাম্পিয়নস লিগে লিওঁর বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে অন্তত ফিরে আসবে মেসিরা এটাই প্রত্যাশা ছিল বার্সেলোনা সমর্থকদের। ভালভার্দের শিষ্যরা বরং হতাশই করেছে সমর্থকদের। লিওঁর মাঠে প্রথম লেগের ম্যাচটি বার্সা গোলশূণ্য ড্র করে ফিরেছে। তাই বার্সেলোনার কপালে চ্যাম্পিয়নস লিগে কী লেখা আছ, তা এখনই বলা যাচ্ছে না। চোখ রাখতে হচ্ছে ১৩ মার্চ ন্যু ক্যাম্পের খেলার দিকেই।

ভালভার্দের সেরা ছাত্র মেসি গোলের সামনে বেশ কবারই বল পেয়েছেন। সেগুলোর কোনোটিই কাজে লাগাতে পারেননি এই ফুটবল জাদুকর। না নিজে গোল করতে পেরেছেন, না করাতে পেরেছেন। ফলাফল—‘মেসি কিছু না করতে পারলে বার্সেলোনা জেতে না!’ এই কয়েক দিনে বার্সেলোনার জন্য যে কথাটি রটেছে তা সত্যি-ই হলো। মেসিও জালের দেখা পায়নি, বার্সাও জয়ের দেখা পায়নি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। পরের মিনিটে প্রতিআক্রমণ থেকে হোসেমের শট ঝাঁপিয়ে ফেরান বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

নবম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার তেয়ায়ির জোরালো শট ঝাঁপিয়ে পড়া টের স্টেগেনের গ্লাভসে ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের ১৯তম মিনিটে বাঁ দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বার্সেলোনার উসমান দেম্বেলে গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সেলোনার সের্হিও বুসকেতসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠছিল লিওঁ। তবে বার্সেলোনার পোস্টের নিচে আস্থার দেয়াল হয়ে ছিলেন টের স্টেগেন। প্রতিপক্ষের ডি-বক্সে সুবিধা করে উঠতে না পারা বার্সেলোনার হতাশা বাড়ে ৬২তম মিনিটে লুইস সুয়ারেসের শট গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরালে।

শেষ দিকে একাধিক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ৭০তম মিনিটে সুয়ারেসের আরেকটি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর জর্দি আলবার বাড়ানো বলে উরুগুয়ের এই ফরোয়ার্ডের স্লাইড করার প্রচেষ্টাও ব্যর্থ হয়। 

৮৫তম মিনিটে মেসির কাট ব্যাকে বুসকেতসের শটও ঠিকানা খুঁজে না পেলে ড্রয়ে নিষ্পত্তি হয় ম্যাচটি।

দশ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে লিওঁকে ছিটকে দিয়ে ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বার্সেলোনা।

শেষ ষোলোর প্রথম লেগে একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে লিভারপুলের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ