ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়নদের বিশ্বকাপ জয়ের সহজ পথ দেখালেন গেইল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৩:১০ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৯:১০ এএম
ক্যারিবীয়নদের বিশ্বকাপ জয়ের সহজ পথ দেখালেন গেইল

গতকাল ঘোষণা দিয়েছেন আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে না বলবেন ক্রিস্টোপার হেনরি গেইল।এবার দিলেন নয়া ঘোষণা।জানিয়ে দিলেন ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে যদি তার দেশ ওয়েস্টইন্ডিজ জয় পায় তাহলে টানা ৫০ দিন উদযাপন করবেন এই ৩৯ বছর বয়সী ক্যারিবীয়ান দানব।সাথে কিভাবে বিশ্বকাপ জয় করা যাবে সেই বিষয়েও সতীর্থদের পথ বাতলে দেন।

আর কেনই বা এমন উদযাপন করবেন না গেইল।এমনিতে খুব রশিক মানুষ।অন্যদিকে এটা ক্যারিয়ারের শেষ আসর।তাই শিরোপাটা ছুঁতে মরিয়া উইনিভার্স বস।

জ্যামাইকান হার্ডহিটার জানিয়েছেন, '৫০ ওভারের বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে। আমি তখন উইকেটে শুয়ে থাকব এবং তৃপ্তির সঙ্গে ঘুমাব। বিশ্বকাপ জিতলে টানা ৫০ দিন উদযাপন করব।'   

ব্যাটিং দানবের বর্তমান সময়টা মোটেই ভালো কাটছেন না।সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ট আসরে রংপুরের হয়ে খেলেছিলেন তিনি।তবে সেখানে অনেকটা নিস্প্রভ ছিলেন গেইল।বিপিএলের পঞ্চম আসরে রংপুরকে শিরোপা জেতানো গেইল যেন এই আসরটি অতিক্রম করেছেন গভীর ঘুমে থেকে।তাই নিজের প্রতি আস্থাটা অনেকাংশেই কমে গেছে তার।

দলের সাথে নিয়মিত থাকেন না গেইল।২০১৮ সালের জুলাইতে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন গেইল। এবার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তিনি।

‘পরের পাঁচ ম্যাচই বলে দিবে, ৫০ ওভারের ক্রিকেটে আমার অবস্থান। অবশ্য এই সিরিজের পর আমি আইপিএল খেলব। সুতরাং আমি বিশ্বকাপের আগ পর্যন্ত খেলার মধ্যেই থাকব।’

আসন্ন সিরিজে সতীর্থদের গুরুত্বের সাথে মোকালের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পাশাপাশি কিভাবে বিশ্ব আসরে সফল হওয়া যাবে সেই কথাও জানালেন গেইল। ‘এই পাঁচটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। শুধু আমার জন্য না, নির্বাচকদের জন্যেও এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ পেতে হলে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরেই আপনি বিশ্বকাপের দিকে আগাতে পারবেন, হয়তো ট্রফিও ছুঁয়ে দেখতে পারবেন।’

১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় জ্যামাইকান তারকার।এরপর থেকে পথ চলা।ইতিমধ্যে খেলার মাঠে শেষ করেছেন জীবনের ১৯টি বছর। লম্বা ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮৪ টি ওয়ানডে খেলেছেন গেইল। ৩৭.১২ গড়ে ৯,৭২৭ রান করেছেন তিনি। ৮৫.৫২ স্ট্রাইক রেটে খেলা গেইলের সেঞ্চুরি আছে ২৩ টি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ