ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ হতে পারেন রাহুল-পাণ্ডিয়া


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০৪:৩৪ পিএম আপডেট: জানুয়ারি ১০, ২০১৯, ১০:৩৪ এএম
নিষিদ্ধ হতে পারেন রাহুল-পাণ্ডিয়া

সেলিব্রিটি চ্যাট শোয়ে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে নিষিদ্ধ হতে পারেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দলের এই দুই ক্রিকেটারের নির্বাসনের পক্ষে আবেদন করেছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর প্রধান বিনোদ রাই। তবে সিওএ সদস্যা ডায়না এডুলজি সমস্ত বিষয় পর্যালোচনা করে তবেই রাহুল-পাণ্ডিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে ভারতীয় বিভিন্ন পত্রিকায় চাউর হয়েছে।

চিত্র পরিচালক কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এই দুই ক্রিকেটারের বলা মন্তব্যকে নারীবিদ্বেষী ও ‘সেক্সিস্ট’ হিসেবে চিহ্নিত হচ্ছে নানা মহলে। তাদের কিছু মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। প্রবল সমালোচিত হয়েছেন এই দুই ক্রিকেটার। তুলনায় হার্দিকই বেশি ধিক্কৃত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বুধবারই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শোকজ করেছিল দু’জনকে।

জানা গিয়েছে, লিখিত ভাবে বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন হার্দিক। তার আগে সোশ্যাল মিডিয়াতেও ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি। রাহুল এখনও পর্যন্ত ক্ষমা চেয়েছেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। তিনি ঠিক কী জবাব দিয়েছেন বোর্ডকে, তাও পরিষ্কার নয়।

তবে হার্দিকের জবাবে বোর্ড একেবারেই সন্তুষ্ট হয়নি। বিনোদ রাই বলেছেন, ‘হার্দিকের উত্তর ভাল লাগেনি। সেই কারণেই দুই ক্রিকেটারকে দুই ম্যাচের নির্বাসনের সুপারিশ করেছি। ডায়না সবুঝ সঙ্কেত দিলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও  বলেন, ‘এই দু’জনকে ব্যান করা যায় কিনা, তা নিয়ে আইনি পরামর্শ চেয়েছে ডায়না। ওর তরফ থেকে ইতিবাচক উত্তর পেলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমার মনে হয়েছে এই ধরনের মন্তব্য একেবারেই নিম্ন রুচির। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’

এর আগে ডায়না এডুলজি দুই ক্রিকেটারের কড়া শাস্তির দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘এই ধরনের মন্তব্য দুঃখজনক। ক্রিকেটারদের কাজ দেশের প্রতিনিধিত্ব করা। বিষেণ সিংহ বেদির মতো ক্রিকেটারকেও সাতের দশকে এক টেলিভিশন শোয়ে যাওয়ার জন্য এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল।’ অর্থাৎ, বেদির যদি শাস্তি হয়, তবে এই দু’জন কেন ছাড়া পাবেন, প্রশ্ন তুলেছিলেন তিনি। যা পরিস্থিতি, তাতে হার্দিক-রাহুলের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলা অনিশ্চিত হয়ে পড়ল এই আবহে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ