ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবের বদলে কে পাচ্ছেন দায়িত্ব?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৮, ০৪:৩১ পিএম আপডেট: অক্টোবর ১০, ২০১৮, ১০:৩১ এএম
সাকিবের বদলে কে পাচ্ছেন দায়িত্ব?

খুলনা টাইটান্সের আর্মব্যন্ড পরে দেখিয়েছেন চমক। চূড়ান্ত সাফল্য না পেলেও দলকে নিয়ে গেছেন শীর্ষের কাছাকাছি। এরপর বছরের শুরুতে সাকিবের অনুপস্থিতিতে দেশের নেতৃত্ব দিয়েছেন। সেখানেও টুকটাক ভুল ছাড়া চেষ্টা করেছেন সাফল্য এনে দিতে। তবে আর যাই হোক, সাকিব-মাশরাফির অবর্তমানে যাকে বাংলাদেশের আগামীর অধিনায়ক ভাবা হয় তিনি সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার শিবিরের পর্দার আড়ালের নায়ক।

এশিয়া কাপ পরবর্তীতে ছুরি-কাঁচির নিয়ে বসার কারণে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-২০ দলে দেখা যাবে না সাকিব আল হাসানকে। তাই তার বদলে মাহমুদউল্লাহ অথবা মুশফিকদের যে কোন একজনকে দায়িত্ব দেয়ার কথা ভাবছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার (২ অক্টোবর) জাতীয় লিগের ম্যাচ পর্যবেক্ষণে থাকা সুমন জানান, ‘সাকিবের অনুপস্থিতি দলের জন্য একটি বিরাট ক্ষতি। সাকিব না খেললে একজন ব্যাটসম্যান ও বোলার আলাদা করে নিতে হয়। তার উপর সে অধিনায়ক। তার পরিবর্তে কে সামলে নিবেন এই দায়িত্ব সেই বিষয়ে আমরা এখনো কথা বলা শুরু করিনি। দলের মধ্যে যারা আছেন তাদের মধ্যে থেকেই একজনকে দায়িত্ব নিতে হবে।’

সেক্ষেত্রে কারা এগিয়ে আছেন এই বিষয়ে কোন মন্তব্য করেননি হাবিবুল বাশার, ‘দলের সাথে আমাদের এখনো বসা হয়নি। এনসিএল চলছে এটি নিয়েই আমরা এখন ব্যস্ত আছি। সময়মতো সব সিদ্ধান্ত হবে।’

বোর্ড সভাপতির সঙ্গে পাপন।

এরপর বুধবার (১০ অক্টোবর) অধিনায়কত্ব নিয়ে কথা উঠতেই অনেক কথার ভিড়ে পাপন বলে ওঠেন, ‘হ্যাঁ আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। আকরাম (ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান, বোর্ড পরিচালক আকরাম খান) আমাকে ফোন দিয়েছিল। আমরা একটু চিন্তা করে তারপর দেখব কী করা যায়।’

শেষ কথাটি একটু ভালো করে লক্ষ্য করুন, আকরাম ফোন করেছিল, আমরা একটু চিন্তা করে দেখবো কী করা যায়? তার মানে অধিনায়কত্বের বিষয়টি ঠিক আগের জায়গায় নেই। আগে তো মাহমুদউল্লাহ সাকিবের বদলে অধিনায়কত্ব করেছিলেন। এবার নিশ্চয়ই বিকল্প চিন্তা আছে। সাকিবের বিকল্প হিসেবে বোর্ড পুরনো অবস্থানে থাকলে মানে রিয়াদকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দিতে চাইলে আর বোর্ড প্রধানের মুখে চিন্তা করে দেখার কথা শোনা যেত না। বিকল্প ভাবনা আছে বলেই হয়ক বোর্ড সভাপতি অমন কথা বলেছেন।

একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, সাকিবের অবর্তমানে জাতীয় দলের দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে মুশফিক-রিয়াদ। কারণ মাশরাফি টেস্ট-টি-২০ ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন অনেক আগে। আর মুশফিককেও গতবছরের অক্টোবরে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। তাছাড়া দিনে দিনে দলের রান মেশিনে পরিণত হচ্ছেন তিনি। এই মুহুর্তে তাকে ডির্স্টাব করা মোটেও উচিত হবে না বিসিবির। সেক্ষেত্রে এগিয়ে রাখা যায় মাহমুদউল্লাহ রিয়াদকে। 

তবে টাইগার পাড়ার বাতাসে ভাসছে, মেহেদী হাসান মিরাজের বিষয়টি। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক বিষয়টি সামলে নিতে পারবেন বলে মত দিচ্ছেন অনেকেই।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ