ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেম্পারিং ইস্যুতে এবার ফাঁসলো শ্রীলঙ্কা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৮, ১১:৫১ এএম
টেম্পারিং ইস্যুতে এবার ফাঁসলো শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকায় অজি ক্রিকেটারদের বল টেম্পারিংয়ের ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা ক্রিকেট দুনিয়া। তবে সে ঘা না শুকাতেই এবার একই কাণ্ড করে বসলো শ্রীলঙ্কা। আর এ নিয়ে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা টেস্টে হয়ে গেল তুলকালাম কাণ্ড। 

ম্যাচের দ্বিতীয় দিনের ফুটেজ দেখে দুই আম্পায়ারের দাবি, লঙ্কানরা বলের আকার পরিবর্তন করেছে। শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি করা হয় তাদের। অনেকটা একই ঘটনা ঘটেছিল ২০০৬ সালে। সেবার ইংল্যান্ড-পাকিস্তান ওভাল টেস্টে এই অভিযোগে ৫ রান পেনাল্টি করা হয়েছিল পাকিস্তানকে। ওই ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জিতিয়ে দেওয়া হয়েছিল। যদিও এর কয়েক বছর পর ম্যাচটাই বাতিল করা হয়েছিল।

সেন্ট লুসিয়ায় তৃতীয় দিনের খেলার শুরুতেই নতুন বল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। আম্পায়ারদের এই সিদ্ধান্ত মানতে রাজি ছিল না শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। ফলে তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান ১১৮ রান নিয়ে মাঠে নামলেও লঙ্কান কোনো খেলোয়াড় মাঠে নামেননি। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল ২৫৩ রান। উইন্ডিজরা ১১৮ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলে। আগের দিন বৃষ্টি হওয়াতে তৃতীয় দিনের খেলা ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়েই মাঠে নামেন দুই আম্পায়ার ও ব্যাটসম্যান। লঙ্কান খেলোয়াড়েরা মাঠে নামতে অস্বীকৃতি জানালে ম্যাচ রেফারি জাভেগাল শ্রীনাথ লঙ্কান ড্রেসিংরুমে গিয়ে কোচ চন্দিকা হাতুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। একপর্যায়ে খেলোয়াড়দের মাঠে নামাতে রাজি করান। সকাল ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ১০টা ৫০ মিনিটে মাঠে নামেন লঙ্কানরা।

মাঠে নেমে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ করেন লঙ্কান খেলোয়াড়েরা। প্রতিবাদে আবারও মাঠ ছাড়েন তাঁরা। এরপর ফের আলোচনা শুরু হয়। আলোচনা শেষে সাড়ে ১১টায় আবার মাঠে নামে শ্রীলঙ্কা। 
পরে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বলা হয় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 
ক্রিকইনফো শ্রীলঙ্কান ক্রিকেটের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তৃতীয় দিনের খেলা শুরুর ১০ মিনিট আগে বল পরিবর্তনের কথা জানানো হয় লঙ্কানদের। এতেই নাকি চটেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। 
এ দিকে আইসিসি বলছে, আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আনা হলে নিয়ম অনুযায়ী সেটি জানা যাবে। তবে তা খেলা শেষে।
গোনিউজ২৪

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ