ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলবে বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৮:৪০ পিএম
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলবে বাংলাদেশ

২৪ ডিসেম্বর, ২০১৭ - কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিটা মোটেই সুখকর হল না বাংলাদেশ যুবাদের।তবে সময় এখন আসল খেলায় নিজেদের যোগ্যতা প্রমাণ করার। সে লক্ষ্যকে সামনে রেখেই আগামী কাল (১৩ জানুয়ারি) নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছে সাইফ হাসানের দল।প্রথম দিন যুবাদের সাথে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে নামিবিয়া।

অবশ্য মূল টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সাইফরা খেলেছে তিনটি। স্থানীয় দল ওটাগো ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে সবগুলোতেই দেখতে হয়েছে হার।যা ভক্তদের রীতিমত হতাশ করে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

নামিবিয়ার বিপক্ষে যদি জয়লঅভ করতে পারে,তাহলে হয়ত আত্মবিশ্বাসী হয়ে উঠবে সাইফরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৩.৩০ মিনিটে লিঙ্কন ওভালে শুরু হবে ম্যাচ। ‘সি’ গ্রুপে লাল-সবুজদের বাকি দুই প্রতিপক্ষ কানাডা এবং ইংল্যান্ড।

১৬ দলের বিশ্বকাপে সেরা আটটি দল যাবে কোয়ার্টারে। বাকি আট দল প্লেট পর্বের জন্য লড়বে।খেলাটি চলবে ২২ দিন ধরে।

‘এ’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ,দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ও কেনিয়া ।

‘বি’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি ।

‘ডি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান,শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

শনিবার আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
* গ্রুপ এ’তে স্বাগতিক নিউজিল্যান্ড লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
*গ্রুপ বি’তে পাপুয়া নিউগিনির বিপক্ষে নামবে জিম্বাবুয়ের যুবারা।  
*আর গ্রুপ ডি’তে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।

গোনিউজ২৪/এএস

 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ