ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চন্দ্রযান বিক্রমের খোঁজ পেয়েছে ইসরো


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৪:২১ পিএম আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৯, ১০:২১ এএম
চন্দ্রযান বিক্রমের খোঁজ পেয়েছে ইসরো

চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তারা জানাচ্ছে, চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান শনাক্ত করা গেছে। তবে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি বলে জানিয়েছে তারা।

রোববার ইসরোর চেয়ারম্যান কে শিবান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। পরবর্তীতে সবশেষ তথ্য জানানো হবে।

শনিবার চাঁদে ল্যান্ডিংয়ের সময় বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তার পর থেকে লাগাতার চলছিল ল্যান্ডার বিক্রমের খোঁজ। অবশেষে খোঁজ মিললো বিক্রমের।

চন্দ্রযান-২ এর অর্বিটারকেই কাজে লাগিয়েই বিক্রমের সন্ধান পেয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। অর্বিটারের পাঠানো থার্মাল ছবি থেকেই তারা খোঁজ পেয়েছেন বিক্রমের। 'থার্মাল ইমেজিং'-এর মাধ্যমে কোনও ছবিতে তাপমাত্রাকে বিভিন্ন রঙে চিহ্নিত করা হয়। এর ফলে কোনও বস্তুর তাপমাত্রা আলাদা হলে তাকে আলাদা করে চিহ্নিত করা যায়। সেভাবেই চন্দ্রপৃষ্ঠের থার্মাল ছবি তুলে আলাদা রঙে চিহ্নিত করা গেছে ল্যান্ডার বিক্রমের অবস্থান। 

যদিও বিক্রমের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি। আপাতত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। তবে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলে জরুরি তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার রাত ১টা ৩৮ মিনিটে বিক্রমের অবতরণ প্রক্রিয়া শুরু হয়। সেকেন্ডে ১ দশমিক ৮ কিলোমিটার থেকে যানের গতিবেগ শূন্যে কমিয়ে আনা শুরু হয়। নিখুঁত হার্ড ব্রেকিংয়ের পর ফাইন ব্রেকিং শুরু হতেই দেখা দেয় বিপর্যয়। চাঁদ থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ইসরোর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক