ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছবিটি নিয়ে মুখ খুললেন সেই দম্পতি


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৯, ০৫:৫৫ পিএম আপডেট: এপ্রিল ১৫, ২০১৯, ১১:৫৫ এএম
ছবিটি নিয়ে মুখ খুললেন সেই দম্পতি

প্রিয়জনকে নিয়ে বালির কেয়ন জঙ্গল রিসোর্টে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন কোডি ওয়ার্কম্যান।  জলাশয়ের একেবারে কিনারায় স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় আঁকড়ে ধরে চুমু খাচ্ছেন তিনি। শেয়ার হওয়ার পর থেকে ছবিটিতে অনেক নেতিবাচক মন্তব্য যুক্ত হতে থাকে। এবার এ বিষয়ে মুখ খুললেন এই দম্পতি।

রোমাঞ্চকর ছবির জন্য ইন্সটাগ্রামে জনপ্রিয় দম্পতি হলেন কেলি কাস্টাইল ও কোডি ওয়ার্কম্যান।  সম্প্রতি মার্কিন এই দম্পতি নিজেদের একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন।  পরে বিষয়টি খোলাসা করতে একাধিক সংবাদমাধ্যমে কথা বলেছেন তারা।

ফক্স নিউজকে এই দম্পতি জানান, ‘আমরা ছবিটির জন্য পরিবার-বন্ধু ও অনুরাগীদের কাছ থেকে অনেক ভালোবাসা, সহানুভূতি, উদারতা ও সুন্দর সুন্দর বার্তা পেয়েছি। খুব ভালো লাগছে। আমাদের অ্যাকাউন্টটি মূলত সৃজনশীল, আলোকচিত্র, উদারতা, চিত্রাঙ্কন ও ইতিবাচক মানসিকতা নিয়ে সাজানো। তাই একটি ছবি অন্যের কাছে গ্রহণযোগ্যতা পেল কি পেল না তা আমাদের গ্রাহ্য নয়।’

‘আমরা যা ভালোবাসি তাই পোস্ট করি। ছবিটি আমাদের চিন্তার বাইরে সাড়া পেয়েছে। আমরা কেবল এর ইতিবাচক দিক নিয়ে কথা বলতে চাই।’

ভ্রমণপ্রিয় ওই যুগল সম্প্রতি তাদের অনুরাগীদের মন্তব্যেরও জবাব দিয়েছেন। ইন্সটাগ্রামে জনপ্রিয় এই যুগল ছবির নেতিবাচক মন্তব্যের বিপরীতে জানান, তাদের একে অপরের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।

স্ত্রী কেলি জানান, ‘কোডি আমাকে ভালোভাবে ধরে রেখেছিলো। আমরা একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি।’

‘এটি খুবই অসাধারণ একটি অভিজ্ঞতা। আমরা যা প্ল্যান করেছিলাম তাই হয়েছে। আমরা নিরাপদে আছি।’

নেটিজেনদের কটাক্ষের জবাবে বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোডি বলেন, ‘নেটিজেনদের যা সব থেকে বেশি অবাক করে তা হলো, এমন ঝুঁকিপূর্ণ ছবি তুলতে আমার স্ত্রীই উৎসাহিত করেছেন। আমাদের দুজনের শারীরিক গঠন ভালো। নিজেদের সীমা জানা আছে আমাদের।’

কেলি বলেন, ‘আমাদের নিজেদের প্রতি বিশ্বাস ছিলো এবং আস্থা ছিলো ধরে রাখার। এরপর একসঙ্গে ছবিটি তুলি।’

তারা আরও বলেন, ‘আসলে ছবিটি তোলার সময় আমরা যথেষ্ট সুরক্ষার কথা মাথায় রেখেছিলাম। নিচে একটি পুল ছিল যেটা আমরা নাটকীয়ভাবে ছবিটিকে উপস্থাপনা করার জন্য কেটে বাদ দিয়েছিলাম। আমরা জানতাম পড়ে গেলে শুধুমাত্র খানিকটা পানির মধ্যে গিয়ে পড়বে। কোনো বিপদ হবে না।’

তবে এই যুগলের বিশ্বাস তাদের ছবির নেতিবাচক মন্তব্য কমিয়ে আনতে পারেনি। বেশিরভাগ মানুষ এমন অরক্ষিত ও বিপজ্জনক ছবির জন্য ওই দম্পতির নিন্দা করেছেন। বাকিরা তাদেরকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেছেন।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক