ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি তরুণদের নাসা জয়


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:১১ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:১২ পিএম
বাংলাদেশি তরুণদের নাসা জয়

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিজয়ী হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে বাংলাদেশি উদ্ভাবক দল 'অলিক'। বাংলাদেশের স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে তাদের এই অভূতপূর্ব বিজয়ের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি জানান, বেস্ট ইউজ অব ডাটা ক্যাটেগরিতে বাংলাদেশের 'অলিক' দলের প্রকল্প 'লুনার ভিআর' বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৩৯৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষ ২৫ দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

তিনি বিজয়ী তরুণদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে তথ্য প্রযুক্তি খাতে তরুণদের উদ্ভবানী চিন্তার বিকাশে যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে তার বাস্তব ফলটিই হচ্ছে আজকের এই অভূতপূর্ব বিজয়। 

মন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক পর্যায় থেকে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশী কিশোর-তরুণরা বিশ্বজয়ের আরও অনেক সুসংবাদ নিয়ে আসবে।

সংশ্নিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, 'লুনার ভিআর' প্রকল্পটি মূলত একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে ব্যবহারকারীরা পৃথিবীতে বসেই চাঁদে ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন। চাঁদে বসে সূর্য গ্রহন দেখার অভূতপূর্ব কল্পনার জগতে নিজেকে হারিয়ে ফেলতেও পারবেন। নাসার সরবরাহ করা তথ্য ভাণ্ডার থেকে থ্রিডি মডেল ও উপযোগী তথ্য নিয়ে নাসা অ্যাপোলো-১১ মিশনের ল্যান্ডিং এরিয়া ভ্রমণ, চাঁদে বসে সূর্যগ্রহন দেখা এবং চাঁদকে একটি স্যাটেলাইটের মাধ্যমে আবর্তন করা এই তিনটি ভিন্ন পরিবেশকে ভার্চুয়ালভাবে তৈরি করেছে টিম অলিক।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক