ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুইটে ‘গরু’ থাকলেই পোস্ট ব্লক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৯:২১ পিএম
টুইটে ‘গরু’ থাকলেই পোস্ট ব্লক

টুইটে ‘Cow’ (গরু) শব্দটি পেলেই পোস্ট ব্লক করে দিচ্ছে টুইটার ইন্ডিয়া। দেশটির কয়েকজন টুইটার ব্যবহারকারী এই অভিযোগ করেছেন। তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। সেখানে বলা হচ্ছে, টুইটে ‘গরু’ শব্দটি ব্যবহৃত হলেই সে পোস্ট আর দেখতে পাচ্ছেন না ব্যবহারকারীরা।

শুক্রবার প্রকাশিত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, বেশ কয়েকজন ব্যবহারকারীর কাছ থেকে তারা এই অভিযোগ পেয়েছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, তাদের টুইট পোস্টে গরু শব্দটি ব্যবহৃত হলেই সেটি তারা আর দেখতে পাচ্ছেন না। তবে ভারতের বাইরে পোস্টটি দেখা যাচ্ছে।

নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক সারাহ সালভেদর অ্যামজনের প্রধান জেফ বেজোসের লেখা একটি নিবন্ধ টুইটারে শেয়ার করে আশ্চর্যবোধক শব্দ হিসেবে ‘HOLY COW!’ শব্দ দুটি লিখেছিলেন। সেই টুইটও দেখা যাচ্ছে না। এর পর থেকেই মূলত বিষয়টি সামনে আসে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে বলছে, অসংখ্য টুইটার ব্যবহারকারী তাদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, চলতি বছর ভারতের আসন্ন নির্বাচন উপলক্ষে দেশটিতে ভুয়া খবর ছড়ানো রোধ করতে টুইটার কর্তৃপক্ষ গরু নিয়ে দেওয়া পোস্টগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে।

সাম্প্রতিক বছরগুলোতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা গরু সংক্রান্ত নানা ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে শতাধিক হত্যার ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার প্রায় সবগুলোতে মুসলিমরা ভিকটিম হয়েছেন।

এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছে পত্রিকাটি। ফলে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, শুধু গরু শব্দ ব্যবহারের কারণে টুইটগুলো ভারতে ব্লক করা হচ্ছে, নাকি অন্য কোনো কারণে।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক