ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুকে হাতে লেখা বায়োডাটা দিয়ে চাকরি পেলেন যুবক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৮, ০৫:২১ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৮, ১১:২১ এএম
ফেসবুকে হাতে লেখা বায়োডাটা দিয়ে চাকরি পেলেন যুবক

ফেসবুকে বায়োডাটা পোস্ট করে চাকরি পেয়ে গেলেন কার্লোস দুয়ার্ত নামের ২১ বছরের এক আর্জেন্টাইন যুবক ।

অনলাইন সংবাদমাধ্যম ‘ক্লারিনডটকম’ জানিয়েছে, কর্ডোভার একটি কাচ কারখানার ভালো বেতনে চাকরি পেয়েছেন তিনি।

একটা চাকরির খুব দরকার ছিল কার্লোসের। কিন্তু চাকরি পেতে হলে তো দরখাস্তের সঙ্গে পাঠাতে হবে নিজের বায়োডাটাও।

অথচ বায়োডাটা কম্পোজ করে সেটা প্রিন্ট করার টাকা যোগাতেও অসমর্থ ছিলেন কার্লোস।

তাই আঁকাবাঁকা অক্ষরে হাতে লিখেই নিজের বায়োডাটা ফেসবুকে পোস্ট করেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে কার্লোসের হাতে লিখিত এ বায়োডাটা।

সহানুভূতির বন্যা যায় কমেন্ট বক্সে। এতে মন্তব্য করেন ১৮ হাজার মানুষ। বায়োডাটার ছবিসহ পোস্টটি শেয়ার হয় ১০ হাজার বার।

এক সময় সোনার হরিণ চাকরিটাও কপালে জুটে যায় কার্লোসের।

ব্রিটেনের ‘ডেইলি মেইল’ নিউজ পোর্টাল জানিয়েছে, চাকরির জন্য আকুতি জানিয়ে কার্লোস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

পোস্টটি ইউজেনিয়া লোপেজ নামের এক ভদ্রমহিলার দৃষ্টিতে পড়ে। লোপেজ ফেসবুকে খুবই সক্রিয়।

গত ২১ সেপ্টেম্বর লোপেজ কার্লোসের পোস্ট ও তার হাতে লেখা বায়োডাটা শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

শেয়ারকৃত ফেসবুক পোস্টে লোপেজ লিখেছিলেন, চাকরির উদ্দেশ্যে বায়োডাটা প্রিন্ট করার টাকাও কার্লোসের নেই।

তাই তাকে বায়োডেটা হাতে লিখতে বললে সে এ ছবিটি তুলে পাঠায় । ছবিটিই কার্লোসের বায়োডাটা। কেউ পারলে তাকে একটা চাকরি দিন।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক