ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন শেখ আনোয়ার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৮, ০৪:২২ পিএম আপডেট: এপ্রিল ৫, ২০১৮, ১০:২৯ এএম
অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন শেখ আনোয়ার

ঢাকা : অগ্রনী ব্যাংক-শিশু একাডেমী শিশু সাহিত্য (স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে:২০১২-২০১৩ সালের জন্য) পুরুস্কার পেলেন ছোটদের প্রিয় বিজ্ঞান লেখক শেখ আনোয়ার। ‘মহাকাশে বিজ্ঞান খেলা’  বইয়ের জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন। বইটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন।

গত ১০ মার্চ শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সচিব নাছিমা বেগম এনডিসি, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। পুরস্কার প্রদান শেষে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রায় দেড় যুগ ধরে ছোটদের জন্য বিজ্ঞান বিষয়ে লেখালেখি করছেন শেখ আনোয়ার। শিশুদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয়করণের কাজে নিবেদিত তিনি। জাতীয় পত্র-পত্রিকার বিজ্ঞান পাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য বিজ্ঞান বিষয়ক লেখা। তার লিখনী, ভিন্ন উপস্থাপনা এবং অভিনবত্ব তাকে আলাদাভাবে চিহ্নত করেছে।

শেখ আনোয়ারের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫২টি। খেলায় খেলায় বিজ্ঞান, আনন্দ মজার বিজ্ঞান খেলা, মহাকাশে যাবে ?, ফেলনা দিয়ে বিজ্ঞানের খেলনা, বিজ্ঞানের লেখাপড়া, বিজ্ঞান মেলার বিজ্ঞান খেলা, নিজেই করি বিজ্ঞান খেলা, বিজ্ঞানের ৫০টি ম্যাজিক খেলা, মহাবিশ্বের বিজ্ঞান খেলা, আগামীর মানুষ, অন্যরকম ম্যাজিক, অবাক পৃথিবী, সাবধানের মার নেই, সামনে জীবন তৈরি হও, অজানাতে থাকতে নেই, বিজ্ঞানের অনেক প্রশ্ন, বিজ্ঞানের আরও অনেক প্রশ্ন, বিজ্ঞানের নানান প্রশ্ন, এই প্রজন্মের আনন্দময় ক্যারিয়ার, জ্ঞান নিয়ে গল্প, তিন মফিজ, ছোটদের মজার গল্প, ছোটদের হাসির গল্প বইগুলো সমাধিক জনপ্রিয়।

তিনি জনপ্রিয় মাসিক ‘বিজ্ঞান সাময়িকী’ পত্রিকার কর্মাধ্যক্ষ হিসেবে পত্রিকাটির সম্পাদক ও পদার্থ বিজ্ঞানী ড. মুহাম্মদ ইব্রাহিম এর ছায়া সান্নিধ্যে কাটিয়েছেন প্রায় অর্ধযুগ।

শেখ আনোয়ার জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা সদরের সন্তান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী শেখ আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। তার পুরো নাম শেখ মুহাম্মদ আনোয়ার হোসাইন। পেশাগতভাবে বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ ইভ্যালুয়েশন এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা হিসেবে কর্মরত।

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক