ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আকাশ থেকে পড়েই চলতে শুরু করলো যানটি (ভিডিও)


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ৮, ২০১৮, ০৪:৫৬ পিএম আপডেট: মার্চ ৮, ২০১৮, ১০:৫৬ এএম
আকাশ থেকে পড়েই চলতে শুরু করলো যানটি (ভিডিও)

ঢাকা : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুগল আর্থের এমন একটি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত জর্জিয়া দ্বীপে একটি লম্বাকৃতির বিশাল বস্তু দেখা যাচ্ছে। প্রথম দেখায় অনেকটা পাথরের মতো মনে হলেও সেটির এক পাশে লম্বা রেখা দেখা যাচ্ছে।

ছবিটি দেখে অনেকে দাবি করেছেন, সেটি চলমান বলেই এমন রেখার জন্ম দিয়েছে। অর্থাৎ বস্তুটি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পেছনে ফেলে আসছে লম্বাকৃতির রেখা।

মার্চের ৩ তারিখে গুগল আর্থের ছবিটির ভিডিও প্রকাশের পর এরই মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ তা দেখে ফেলেছেন। কেউ কেউ বলেছেন, প্রশান্ত মহাসাগরের মতো পৃথিবীর নির্জন স্থানগুলোতে কত রহস্য যে লুকিয়ে রয়েছে তার কিছুই মানুষের জানা নেই।

কেউ আবার বলেছে, ‘গ্রহ নক্ষত্র দূরে থাক, এই পৃথিবী কতটুকু জয় করতে পেরেছে মানুষ?’

ছবিটি পরীক্ষা করে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, বস্তুটি ওই অঞ্চলে বিধ্বস্ত হওয়ার পর অবস্থান পরিবর্তন করছিল। সম্ভবত সেই সময়ে গুগলের ক্যামেরায় দৃশ্য-বন্দি হয়ে যায় সিগার আকৃতির যানটি।

যুক্তি হিসেবে ছবিটির এক কোনে বড় গর্তের দিকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে উঁচু টিলার মতো স্থানে একটি গর্তের সৃষ্টি হয়েছে। এরপর সেটির নিচে দিয়েই লম্বা রেখার জন্ম নিয়েছে।

টেইলার গ্লোকনার নামের এক ছবি বিশেষজ্ঞ গুগল আর্থের স্থানটি পরীক্ষা করে জানিয়েছেন, ‘সিগার আকৃতির বস্তুটির দৈর্ঘ্য কমপক্ষে ২০৬ ফিট হবে। বোঝাই যাচ্ছে, সেটি আকাশ থেকে ওখানে বিধ্বস্তের পর দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল।

নিখুঁত সমান্তরাল দুটি রেখা সৃষ্টি করে এগিয়ে যাওয়া বস্তুটি সম্পর্কে তার মতামত হচ্ছে, বিষয়টি প্রমাণ করছে এটির প্রাণ আছে। তবে এটি যদি কোনো বিশাল আকৃতির প্রাণী হতো তবে নিখুঁত সমান্তরাল রেখা তৈরি করে এগিয়ে যেতে পারতো না।

তার যুক্তি, এক মাত্র যান্ত্রিক পরিবহনই এমন পথ তৈরি করে এগিয়ে যেতে সক্ষম। ফলে নিশ্চিত এটি কোনো পাথর নয়। এটি উড়ন্ত যান, যা বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্থ হওয়ায় নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল।


গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক