ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু, বিজ্ঞানীদের উদ্বেগ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ৬, ২০১৮, ০৬:১৯ পিএম আপডেট: মার্চ ৬, ২০১৮, ১২:১৯ পিএম
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু, বিজ্ঞানীদের উদ্বেগ

মহাকাশ দুরবিনে ধরা পড়া ‘২০১৭ ভিআর ১২’ গ্রহাণু।

ঢাকা : পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আয়তনের একটি গ্রহাণু। এটি আকারে যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের চেয়েও বড়।

মহাকাশবিজ্ঞানীরা একে উদ্বেগজনক পরিস্থিতি বলে বর্ণনা করেছেন। তাদের ভাষায়, এটি আমাদের পৃথিবীর জন্য ‘বিপর্যয়ের আলামত’ বহন করছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীরা গত বছরের নভেম্বর মাসে ‘২০১৭ ভিআর ১২’ (2017 VR12 ) নামের এই গ্রহাণুটিকে শনাক্ত করার পর থেকেই এর গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিলেন।

বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় খুব ভোরের দিকে অতিকায় প্রস্তরখণ্ড সদৃশ এই গ্রহাণুটি আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।

১,৫৪২ ফুট (৪৭০ মিটার) ব্যাসের এই গ্রহাণুটি ঘণ্টায় ২২,৬৮০ কিলোমিটার (১৪,০৯৩ মাইল) বেগে মহাশূন্যে ছুটে চলেছে।

পৃথিবীর খুব কাছ দিয়ে যাবার সময় এটি বিপর্যয়কর ঘটনার জন্ম দিতে পারে বলে মহাকাশবিজ্ঞানীদের কেউ কেউ আশঙ্কা করছেন। তাদের আশঙ্কার মূল কারণ এর আকারের বিশালতা। কোনো কারণে এটি পৃথিবীর ওপর বা কাছাকাছি আছড়ে পড়লে বড় ধরনের বিপদ হওয়া অসম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের মাইনর প্ল্যানেট সেন্টার (Minor Planet Center) নামের একটি মহাকাশসংস্থা এ আশঙ্কা প্রকাশ করেছে। 

তবে কোনো কোনো জ্যোতির্বিজ্ঞানী বলছেন, এ থেকে ভয়ের কারণ খুব একটা নেই। পৃথিবীর ওপর এটির আছড়ে পড়ার আশঙ্কাও খুব একটা নেই। কেননা, এটি পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়ে কমপক্ষে তিনগুণ দূর দিয়ে যাবে। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তখনও পৃথিবী থেকে এটি থাকবে ১ কোটি ৪০ লক্ষ কিলোমিটার দূরে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ‘নাসা’ হিসেব কষে বলেছে, বুধবারের পর এটি আবারও পৃথিবীর কাছ দিয়ে যাবে। সেজন্য পৃথিবীকে কম করেও ১৭৭ বছর অপেক্ষা করতে হবে।


গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক