ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রিখটার স্কেল’ সম্পর্কে আমাদের জানা আছে কতটা!


গো নিউজ২৪ | বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৩:২৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৯:৩০ এএম
‘রিখটার স্কেল’ সম্পর্কে আমাদের জানা আছে কতটা!

ভূকম্পীয় ঢেউ হল ভূমিকম্প থেকে নির্গত কম্পন যা পৃথিবীর ভিতর দিয়ে প্রবাহিত হয় ; এক ধরণের গ্রাহকযন্ত্রে এই ঢেউ নিবেশিত হয় যার নাম সাইসমোগ্রাফ(seismograph)। সাইসমোগ্রাফ আঁকাবাকা নিদর্শন লিপিবদ্ধ করে যার থেকে যন্ত্রের নীচের ভূকম্পনের পরিধি মাপা সম্ভব হয় । সুক্ষ সাইসমোগ্রাফ ভূকম্পনের গতি বিবর্ধিত(magnify)করতে সক্ষম যার ফলে পৃথিবীর যে কোনও স্থানের ভূকম্পন ধরতে পারে ।

সাইসমোগ্রাফ আবিষ্কার করেন ক্যালিফর্নিয়া ইন্স্টিটিউট অফ টেক্নোলজির চার্ল্স এফ. রিখটার, ১৯৩৫ খ্রীস্টাব্দে, একটি আঙ্কিক যন্ত্র হিসাবে ভূকম্পনের মাত্রা তুলনা করার জন্য । ভূকম্পনের মাত্রা নির্ধারিত হয় লগ স্কেলে (logarithmic scale) ; বিভিন্ন সাইসমোগ্রাফ যন্ত্র এবং ভূকম্পনের উপকেন্দ্রের দূরত্বের ব্যতিক্রম নিয়মিত করা যায় এই যন্ত্রে ।

রিখটার -স্কেলে মাত্রা দেখানো হয় পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দ্বারা । উদাহণস্বরূপ, ৫.৩ মাত্রা বোঝাবে সাধারণ ভূকম্পন যখন ৬.৩ বলতে বোঝাবে ভারী ভূকম্পন । যেহেতু লগ-স্কেল ব্যবহৃত হচ্ছে, পূর্ণসংখ্যার ১ বৃদ্ধি নিরুপন করে মাত্রার দশগুণ বৃদ্ধি । অন্যদিকে শক্তির হিসাবে প্রতিটি পূর্ণসংখ্যার বৃদ্ধি দেখাবে ৩১-গুণ শক্তি-বৃদ্ধি ।

প্রায় ২.০ বা তার নীচের মাত্রার ভূকম্পনকে বলা হয় মাইক্রো-ভূকম্পন ; এটি সাধারণতঃ মানুষ বুঝতে পারে না, তবে স্থানীয় সাইসমোগ্রাফ-যন্ত্রে ধরা পরে । প্রতি বছরেই ৪.৫ বা তার বেশি মাত্রার ঘটনা ঘটে থাকে কয়েক হাজারের মত- যা পৃথিবীর বিভিন্ন স্থানের সুক্ষ যন্ত্রে ধরা পরে । বড় ভূকম্পন হয়েছিল ১৯৬৪ সালে- আলাস্কার গুড ফ্রাইডে ভূকম্পন, যার মাত্রা ছিল ৮.০ ও তার বেশি । রিখটার স্কেলের কোনও ঊর্ধসীমা নেই ।

ভূকম্পনের ক্ষতি রিখটার স্কেলে মাপা যায়না । একই মাত্রার ভূকম্পন জনবহুল স্থানে অনেক ক্ষতি করতে পারে, আবার জনহীন স্থানে তা' কেবল পশুপাখীর ভীতির সঞ্চার করে । সমুদ্রের তলায় ভূকম্পন মানুষের গোচরে আসে না বললেই চলে । 

 

আবিষ্কার : ১৯৩৫ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : চার্ল্স এফ. রিখটার

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক