ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বুকের দুধ খাওয়াতে পারবে তৃতীয় লিঙ্গের মানুষ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৮:২৮ এএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৩:৫৬ পিএম
বুকের দুধ খাওয়াতে পারবে তৃতীয় লিঙ্গের মানুষ

তৃতীয় লিঙ্গের মানুষেরাও (ট্রান্সজেন্ডার) তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারবেন এ সংক্রান্ত একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করা হয়েছে।

মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, দুধ উৎপাদন করতে পারে এমন হরমোন গ্রহণ করে তারা তাদের দত্তক নেয়া সন্তানদেরও দুধ পান করাতে পারবেন। কিন্তু এ দুধ শিশুর পুষ্টি চাহিদা পূরণ বা শিশুর নিরাপত্তার জন্য সহায়ক হবে কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার হেলথ সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পুরুষ হিসেবে জন্মগ্রহণকারী এক ৩০ বছর বয়সী তৃতীয় লিঙ্গের ব্যক্তি ৬ বছরের থেরাপি নিয়েছেন। তিনি সার্জারি করে লিঙ্গ ও বুকের দুধের পরিবর্তন করেননি। খবর এএফপির।

ওই ট্রান্সজেন্ডার ব্যক্তির পার্টনার গর্ভবতী হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন। তার পার্টনার শিশুকে দুধ খাওয়াতে রাজি না হওয়ায় তিনি খাওয়াবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।

ট্রান্সজেন্ডার ব্যক্তিরা দুধ পান করাতে পারবেন এ গবেষণা কাজটি পরিচালনা করছেন নিউইয়র্কের মাউন্ট সিনাই ইছান স্কুল অব মেডিসিনের গবেষকরা। ওই ট্রান্সজেন্ডার ব্যক্তি দুধ উৎপাদনের থেরাপি নিতে রাজি হন। দিনে তিনবার ৫ মিনিটের জন্য প্রতিটি দুধে বেস্ট পাম্প করানো শুরু হয়। এছাড়া তিনি কানাডা থেকে অ্যান্টি-নাউসি ওষুধও গ্রহণ করেন।

ট্রান্সজেন্ডার হেলথ সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, এভাবে প্রায় সাড়ে ৩ মাস ওই ট্রান্সজেন্ডার ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে চলেন। এরই মধ্যে শিশুটি জন্মগ্রহণ করে। তিনি শিশুকে বুকের দুধ খাওয়াতে শুরু করেন। তবে এর সঙ্গে শিশুকে অতিরিক্ত খাদ্যও দেয়া হচ্ছিল। শিশুটি বেড়ে উঠছিল ও তার খাদ্যের অভ্যাস স্বাভাবিক ছিল।

এ গবেষণা কাজে নেতৃত্ব দিচ্ছেন একজন ট্রান্সজেন্ডার নারী। ইউনিভার্সিটি অব কলম্বিয়ার ক্লিনিক্যাল বিভাগের পরিচালক ম্যাডেলিন ডিউচেস বলেন, এটা এখন বলা যাচ্ছে যে ট্রান্সজেন্ডারদের বুকের দুধ খেয়ে সুস্থ সবলভাবে একটি শিশু বেড়ে উঠতে পারে। এজন্য শুধু বুকের দুধের কোয়ালিটি নিশ্চিত করতে পারলেই যথেষ্ট।

গো নিউজ২৪/এমআর

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক