ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনীতি নিষিদ্ধ বুয়েটে ছাত্রদলের কমিটি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ২৫, ২০২০, ০৪:০৪ পিএম আপডেট: জুলাই ২৫, ২০২০, ১০:০৪ এএম
রাজনীতি নিষিদ্ধ বুয়েটে ছাত্রদলের কমিটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গত ৭ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত বছর ১১ অক্টোবর বুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও এই শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আসিফ হোসেন রচিকে আহ্বায়ক, ফয়সাল নূরকে যুগ্ম আহ্বায়ক, আলী আহমদকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে এই কমিটি করা হয়েছে। এই আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন নওরোজ রহমান ইমন ও মুসাওয়ার আহমেদ শফিক।

শুক্রবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিসহ ওইসব কমিটির অধীনস্ত ইউনিট কমিটির তালিকা কেন্দ্রীয় সংসদে জমা দিতে বলা হয়েছে।

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রদল কেন কমিটি দিয়েছে- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতির বাইরে থেকেছে ছাত্রদল। দলের হাইকমান্ড থেকে বারবার তাগেদা থাকা সত্ত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সক্রিয় হতে পারেনি সংগঠনটি। গতবছর ডাকসু নির্বাচনের কারণে কিছুটা সক্রিয়া হতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পর্দার আড়ালে থেকে যায় অন্যান্য ক্যাম্পাসে।

সংগঠনটির সাবেক একাধিক নেতা বলছেন, ছাত্র রাজনীতিতে বর্তমানে ছাত্রলীগ একচেটিয়া প্রভাব বিস্তার করছে। এর অন্যতম কারণ হচ্ছে- ক্যাম্পাসগুলো ছাত্রদলের নতুন কমিটি না দেয়া, নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তা। তাই মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নতুনভাগে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আর ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি বুয়েট, ইডেনসহ রাজধানীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি দেয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।  

এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও কেন ছাত্রদল কমিটি গঠন করেছে- বিষয়টি নিয়ে উদ্দিগ্ন বুয়েটি শিক্ষার্থীরা। কয়েজন শিক্ষার্থী জানিয়েছেন, বুয়েটের কর্তৃপক্ষের সিদ্ধান্তকে মানছে না ছাত্রদল। ফলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোও একই সিদ্ধান্ত নিতে পারে। আবারও হুমকির মুখে পড়বে বুয়েট শিক্ষার্থীদের জীবন। 

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের মধ্যে কেন কমিটি দেয়া হয়েছে- এ বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে বুয়েটের এই সিদ্ধান্ত শুরু থেকে মানতেন না বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার। তিনি বলেন, “বুয়েটে ছাত্র রাজনীতির দরকার আছে। আমরা মনে করি, শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য সেখানে ছাত্র রাজনীতি প্রয়োজন। তাই আমরা সেখানে কমিটি দিয়েছি।

এদিকে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে তাৎক্ষণিকভাবে বুয়েট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আবরার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত বছরের ১১ অক্টোবর উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন