ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

সব কিছু খুলে দেয়ার সিদ্ধান্ত বাতিলের আহ্বান


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২০, ০৮:০৩ পিএম
সব কিছু খুলে দেয়ার সিদ্ধান্ত বাতিলের আহ্বান

করোনাভাইরাসের মহামারির এ সময়ে সব কিছু খুলে দেয়ার সিদ্ধান্ত বাতিল করে কমপক্ষে আগামী ৩০ দিন কঠোর লকডাউন কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘সর্বাত্মক লকডাউন বলবত করতে সরকার যত দেরি করবে, পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। লকডাউন কার্যকর করতে সামরিক বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ক্ষমতা ও এখতিয়ার দিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। একইসঙ্গে সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাসমূহের মাধ্যমে লকডাউন ফলপ্রসূ করতে আগামী ৩০ দিনের জন্য দেশের সকল শ্রমজীবী-দিনমজুর ও অভাবী পরিবারসমূহের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছানোও নিশ্চিত করতে হবে।’

সোমবার (১ জুন) পার্টির ঢাকা বিভাগীয় জেলাসমূহের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে অনলাইন মিটিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা মহামারির বিপজ্জনক সংক্রমণ ও মৃত্যুর সময় বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং দেশে করোনা সংক্রান্ত পরামর্শকদের মতামত-পরামর্শকে পাত্তা না দিয়ে বাস্তবে সব কিছু খুলে দিয়ে সরকার একদিকে চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। অন্যদিকে, দেশের মানুষকে ব্যাপক সামাজিক সংক্রমণ আর মৃত্যুর ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ না থাকায় এবং কোনো পর্যায়ে সরকারের জবাবদিহিতা না থাকায় তারা একের পর এক স্বেচ্ছাচারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে।’

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গণপরিবহন চালু হওয়ার পর বাস, ট্রেন ও লঞ্চে শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই নেই। এই পরিস্থিতি করোনা সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

পার্টির এই অনলাইন মিটিংয়ে অংশ নেন- ময়মনসিংহের মো. শাজাহান, নেত্রকোনার সজীব সরকার রতন, কিশোরগঞ্জের নজরুল ইসলাম শাজাহান, টাঙ্গাইলের সাইফুদ্দীন তালুকদার, নরসিংদীর খলিলুর রহমান, মুন্সিগঞ্জের শেখ মো. শিমুল, ঢাকা জেলার সেকেন্দার হোসেন, মানিকগঞ্জের রফিকুল ইসলাম অভি, নারায়ণগঞ্জের আবু হাসান টিপু, ঢাকা মহানগরের আকবর খান প্রমুখ।

গোনিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন