ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার শুনানিতে থাকবেন দু’পক্ষের ৬০ আইনজীবী


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১০:১২ এএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৯, ১০:১৬ এএম
খালেদার শুনানিতে থাকবেন দু’পক্ষের ৬০ আইনজীবী

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শুনানিতে উভয়পক্ষের ৩০ জন করে আইনজীবী আদালতে থাকতে পারবেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতি এজলাসে আসন নিলে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমাদের আইনজীবীরা ঢুকতে পারছে না। তাদের প্রবেশ মুখে আটকে দেওয়া হচ্ছে।’

তিনি বাম পাশে বিপুল সংখ্যাক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দেখিয়ে বলেন, ‘তারা সবাই আছে। কিন্তু আমাদের আইনজীবীরা বাইরে আছেন।’

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপিল বিভাগের হলে আসতে পারবেন।’

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমি একটি রায় পড়ছি, এতে বলা হয়েছে উন্মুক্ত আদালতে বিচার হবে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের অংশগ্রহণ থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাইরে শত শত পুলিশ। তাদের হাতে রাইফেল, বুলেটপ্রুফ জ্যাকেট পরা। আমরা আশ্বাস দিচ্ছি। সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন।’

প্রধান বিচারপতি বলেন, ‘আপনারাও গত শুনানিতে এদিকে জ্যাম করে রেখেছিলেন।’

খালেদার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা শান্তি চাই।’

এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কতজন আইনজীবী থাকবেন, আদালত সেটা নির্ধারণ করে দিতে পারেন। ২০/৩০ জন হতে পারে।’

পরে প্রধান বিচারপতি ৩০ জন আইনজীবীর বিষয়ে সম্মতি দেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন