ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদের গ্রেফতার নিয়ে যা বললেন যুবলীগ চেয়ারম্যান


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৯:৩৩ পিএম
খালেদের গ্রেফতার নিয়ে যা বললেন যুবলীগ চেয়ারম্যান

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় 'ইয়াং ম্যান্স ক্লাবে'র অবৈধ ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব। সেইসঙ্গে তার ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। 

বুধবার গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয় খালেদকে। এসময় তার কাছে অস্ত্র পাওয়া যায়। ওই বাসাতেই তার জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। 

আরো পড়ুন<<>>যুবলীগ নেতা খালেদ আটক, তার ক্যাসিনোতে অভিযান

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর অন্তত শতাধিক যুবলীগ নেতার অপকর্মের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী। এর প্রেক্ষিতে গত শনিবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগের যে বৈঠকে ব্যবস্থা নেয়া হয় সেই বৈঠকে যুবলীগ নিয়েও আলোচনা হয়। তখন প্রধানমন্ত্রী যুবলীগের দুজন নেতার নাম উচ্চারণ করে বলেন, তারা শোভন-রাব্বানীর চেয়েও খারাপ। সেই দুই নেতার একজন খালেদ মাহমুদ। তার বিরুদ্ধে জনসম্মুখে অস্ত্র উঁচিয়ে চলার অভিযোগ রয়েছে। 

আরো পড়ুন<<>>প্রধানমন্ত্রীর হাতে যুবলীগের ১০০ ক্যাসিনোর তালিকা

এদিকে যুবলীগ নেতাকে আটকের পর এ নিয়ে মন্তব্য করেছেন যুবলীগ কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, আপনারা এতো দিন ধরে জানতেন তখন কেন ব্যবস্থা নেননি। তবে কি আপনাদের সহায়তা ছিলো, প্রশ্ন ওমর ফারুকের।

এসময় তিনি অনলাইন সাংবাদিকদেরও সমালোচনা করেন। 

তিনি বলেন, অনলাইন মিডিয়ায় আসলো ৫শ’ জায়গায় ক্যাসিনো চলছে, তো ৫শ’ জায়গায় তো ক্যাসিনো একদিনে হয়নি। প্রিন্ট মিডিয়ায় আসলো না কেন?

খালেদের গ্রেফতারে বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে কিন্তু প্রশ্নটি হলো কেন এখন গ্রেফতার হবে। অতিতে হলো না কেন। এসময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগকে সব চেয়ে সফল সংগঠন বলেও উল্লেখ করেন। এবং এই ঘটনা যুবলীগকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র কিনা সে বিষয়েও সন্দেহ প্রকশ করেন তিনি। 

ভিডিও শুনতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/আই
 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন