ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বিএনপি-জামায়াতের মদদে গ্রেনেড হামলা, খালেদার শোকবার্তাও তৈরি ছিল’


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৬:২১ পিএম আপডেট: আগস্ট ২১, ২০১৯, ০৯:৪৮ পিএম
‘বিএনপি-জামায়াতের মদদে গ্রেনেড হামলা, খালেদার শোকবার্তাও তৈরি ছিল’

জামায়াত-বিএনপির মদদ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটতে পারত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ আগস্টের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আগস্ট মাস এলেই যেন অশনি সংকেত বয়ে নিয়ে আসে। আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরার পর বারবার হামলা হয়েছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে ঢাল হিসেবে রক্ষা করেছে।

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, সেদিন হামলার পরপরই পুলিশ বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর উল্টো লাঠিপেটা শুরু করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেদিন বিএনপির কোনো চিকিৎসক কাজ করেনি। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে। আমাদের সমর্থক চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়েছেন। 

তিনি আরও বলেন, সে সময় হাইকোর্টের বিচারপতি জয়নাল আবেদিনকে দিয়ে একটি তদন্ত কমিটি করে। তারা ফরমায়েশি রিপোর্ট দেয়। সাধারণ মানুষ ধরে এনে জজ মিয়াকে আসামি করে আক্রমণ ও ষড়যন্ত্রের হোতা হিসেবে হাজির করে নাটক সাজানো হয়। এখন আস্তে আস্তে সবই বের হচ্ছে। সাধারণ গ্রামের মানুষ সে এত গ্রেনেড কোথা থেকে কিনবে?

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকরা অনেক কিছু বের করে এনেছেন। এটিও বের করতে পারেন, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ৫ নম্বরে তার শ্বশুরবাড়িতে আগের ১০ মাস থাকতো, ঠিক ১ আগস্ট ক্যান্টনমেন্টের বাসায় কেন চলে যায়? ওই সময় ওখানে বসে বসে তারেক রহমান কী কাজ করছিলেন সে বিষয়ে প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

তিনি বলেন, সে সময় সরকারের পক্ষ থেকে বলা হলো, শেখ হাসিনা হ্যান্ডব্যাগে গ্রেনেড এনে নিজে মেরেছে। আমরা স্যুইসাইড করতে গিয়েছি যেন, অতগুলো গ্রেনেড হাতে করে নিয়ে যাওয়া সোজা কথা নয়। আমি এক্সপার্ট হলাম কবে, ওরা কী না পারে? মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল।

শেখ হাসিনা বলেন, বোধহয় খালেদা জিয়ার তৈরি করা ছিল যে আমি মরলে পরে একটা কন্ডোলেন্স জানাবে। সেটাও না কী তার প্রস্তুত করা ছিল। কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সেটাই বড় কথা।

প্রধানমন্ত্রী বলেন, মৃত্যু তো যে কোনো সময়ই হতে পারে। তবে যত দিন বাঁচবো ততদিন মানুষের সেবা করেই কাটাতে চাই। যতদিন জীবন আছে চেষ্টা করে যাবো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাবো।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন