ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকুক এটাই চাই: কাদের


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০২:২৯ পিএম আপডেট: জুন ১১, ২০১৯, ০৮:২৯ এএম
ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকুক এটাই চাই: কাদের

বাংলাদেশে একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ। তাই ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকুক এটাই প্রত্যাশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন কাদের।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হোক। তাদের মধ্যে সমন্বয় হোক। এটাই আমরা চাই। 

প্রসঙ্গত, নির্বাচনে বিএনপির সাতজন এবং গণফোরাম থেকে দুইজন সংসদ সদস্য নির্বাচিত হন। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা শপথ নেবেন না অটল থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ছাড়া সবাই শপথ নেন।

বিষয়টি নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নিজেদের মধ্যে মতবিরোধ ঘোচাতে গতকাল বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ঐক্যফ্রন্টের ‘স্টিয়ারিং কমিটি’র বৈঠকে কাদের সিদ্দিকীসহ অনেকে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন। প্রায় দুই ঘণ্টার মতো বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ঐক্যফ্রন্ট।

এর প্রেক্ষিতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন সাংবাদিকরা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে।

জবাবে কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের ব্যাপারে আপনারা যে প্রশ্ন করেছেন, ঐক্যফ্রন্টে সমন্বয় নেই, ঐক্য নেই। আমরা সেটা চাই না। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হোক, তাদের মধ্যে সমন্বয় হোক, বাংলাদেশে একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ।’

তিনি বলেন, শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল আমরা চাই। সংসদের ভেতরে এবং বাইরে শুধু দায়িত্বশীল নয়, শক্তিশালী বিরোধীদল আমরা চাই। বিরোধীদল যথাযথ ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা, শেখ হাসিনা সরকারের প্রত্যাশা, সরকারি দল আওয়ামী লীগের প্রত্যাশা।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্বেগে আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করছে না বলে জানান কাদের।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন