ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির ইশতেহার : নেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৪:৩৯ পিএম আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৪:৪১ পিএম
বিএনপির ইশতেহার : নেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি

ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্টভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি তাদের ইশতেহারে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। 

মঙ্গলবার বিএনপির ইশতেহার ঘোষণার পর বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কৌশলে এড়িয়ে যান।

তবে বিএনপি ইশতেহারে সকল মুক্তিযোদ্ধাকে ‘রাষ্ট্রের সম্মানিত নাগরিক’ হিসেবে ঘোষণা এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের নামে দুর্নীতি অবসানের প্রতিশ্রুতি দিয়েছে।

ইশতেহারে আরো উল্লেখ করা হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে মূল্যস্ফীতির নিরীখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বৃদ্ধি করা হবে। দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা, মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

এ ছাড়া ইশতেহারে রাষ্ট্রীয় উদ্যোগে নিবীড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক তালিকা প্রণয়ন এবং তাদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মূল মঞ্চে মির্জা ফখরুলের পাশে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমদ আযম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ড. দিলার চৌধুরী, অধ্যাপক তাজমেরি এস ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন