ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

শেখ হাসিনার আস্থার প্রতিদান পেলেন সাইফুজ্জামান শিখর


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৮, ০২:১০ পিএম আপডেট: নভেম্বর ২৫, ২০১৮, ০২:৫৮ পিএম
শেখ হাসিনার আস্থার প্রতিদান পেলেন সাইফুজ্জামান শিখর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে। আজ সকাল ১০টায় আওয়ামী লীগ সমর্থিত সবার নামে ইস্যু করা চিঠি দেয়া শুরু হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে শেখ হাসিনার স্বাক্ষর করা এসব চিঠি বিতরণ করছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল থেকেই কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। তখনই ধারণা করা হয়েছিল আজ মনোনয়ের টিকিট প্রার্থীদের হাতে তুলে দেয়া হবে। প্রার্থীরা চিঠি হাতে বেরিয়ে এসে জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। তাদের কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত বঙ্গবন্ধু এভিনিউ।

আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড.সাইফুজ্জামান শিখর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন এবং এলাকায় জনপ্রিয় হওয়ায় পুরুস্কার পেলেন সাইফুজ্জামান শিখর। 

মাগুরার উন্নয়নের রূপকার হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মহলের স্বীকৃতি পেয়েছেন এই তরুন রাজনীতিক। হয়েছেন আপন আলোয় আলোকিত। বহুমুখী প্রতিভার অধিকারী শিখর তার নামের স্বার্থকতা রেখেছেন। রেখেছেন প্রয়াত পিতা মাগুরার মানুষের ভালবাসায় বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আছাদুজ্জামানের নাম। 

তিনি দলের ক্রান্তিকালে শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে সারা দেশে আওয়ামী লীগসহ দলের অঙ্গসংগঠন সুসংগঠিত করতে আপ্রাণ চেষ্টা করেছেন। সামরিক শাসন আর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলেন সাবেক ছাত্রলীগ এই নেতা। সৎ রাজনীতিবিদ হিসেবে সর্ব মহলে পরিচিত।

সবেক ছাত্রলীগ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড.সাইফুজ্জামান শিখর জানান, ‘ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। আমার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম আছাদুজ্জামান সহেব। আপনারা আমার বাবা কে ভালবেসে বার বার নির্বাচিত করেছেন। তিনি সারা জীবন মাগুরার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। আমি আমার বাবার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে যেতে চাই।মাগুরার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যৎ এ করে যাব।সবাই আমার জন্য দোয়া করবেন।

গো নিউজ২৪/জাবু
 

রাজনীতি বিভাগের আরো খবর
সময়মতোই খেলা হবে: ডা. মুরাদ

সময়মতোই খেলা হবে: ডা. মুরাদ

ঢাকায় তিন লাখ কৃষক-কৃষাণী নিয়ে মহাসমাবেশ করবে কৃষক লীগ

ঢাকায় তিন লাখ কৃষক-কৃষাণী নিয়ে মহাসমাবেশ করবে কৃষক লীগ

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম কাদেরের

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম কাদেরের

শমসের ও তৈমূরসহ তৃণমূল বিএনপির ২৭ সদস্যের কমিটিতে যারা আছেন

শমসের ও তৈমূরসহ তৃণমূল বিএনপির ২৭ সদস্যের কমিটিতে যারা আছেন

খালেদা জিয়াকে সুখবর দিলো সরকার

খালেদা জিয়াকে সুখবর দিলো সরকার

পদোন্নতি পেলেন বিএনপির ১১ নেতা

পদোন্নতি পেলেন বিএনপির ১১ নেতা