ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ড. কামালকে আনছি’


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৯:১২ এএম আপডেট: অক্টোবর ২৩, ২০১৮, ০৯:১৪ এএম
‘তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ড. কামালকে আনছি’

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেনের ফোনালাপ ফাঁস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ধ্বসং করতেই ড. কামাল হোসেনকে সামনে আনা হয়েছে।

ব্যারিস্টার মঈনুল হোসেনের ফাঁস হওয়া ফোনালাপের এমন বক্তব্য পাওয়া গেছে। জনৈক মজুমদারের সাথে তার ওই ফোনালাপে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রসঙ্গেও কথা বলেন তিনি।

পুরো ফোনালাপটি তুলে ধরা হলো-

মইনুল: কী খবর মজুমদার সাহেব?

মজুমদার: জ্বী, স্লামেকুম স্যার। কেমন আছেন স্যার আপনি?

মইনুল: আছি, জেলের ভাত কয়েকদিন খেতে হবে আমাকে। সেজন্য রেডি হইতেছি।

মজুমদার: আচ্ছা আচ্ছা...

মইনুল: আজকেতো বেইল (জামিন) নিয়া আসলাম, কেস করছে দুইটা। আরও একটা নাকি করছে। মামলা- কামলা দিয়ে এরা...মামলা-কামলার নামে হইলো রাজনীতি।

মজুমদার:  (হাসি)

মইনুল: করুক দেখি...। একটা মেয়েলোক যে এতো বাজে হইতে পারে, আমিতো জানতাম না।

মজুমদার: (হাসতে হাসতে) ... স্যার, আরেকটা নিউজ স্যার, এটা একটা রিউমার উঠছে যে, আপনি আর ড. কামাল সাহেব মিলে নাকি লন্ডন যাচ্ছেন, তারেকের সঙ্গে মিটিং করার জন্য?

মইনুল: (অস্পষ্ট স্বরে) অ্যাঁ বাদ দেন...

মজুমদার: (হাসি) হ্যাঁ স্যার?

মইনুল: তারেকের সঙ্গে আমরা মিটিং করতে যাবো! এটা কোথাকার ছাগল?... গোট না কাউ? ড. কামালসহ তারেকের কাছে যাবো...! আমরা তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ড. কামালকে আনছি।...আচ্ছা দোয়া কইরেন।

মজুমদার: (হাসতে হাসতে) জ্বী স্লামালেকুম স্যার। ভালো থাকবেন।

সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এই ফ্রন্টে আছে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্যসহ আরও কয়েকটি দলকে। ব্যারিস্টার মইনুল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীকেও এই ফ্রন্টে সক্রিয় দেখা যাচ্ছে।

এদিকে গত ১৬ অক্টোবর রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নাল-এ রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপস্থাপিকা মিথিলা ফারজানা। এতে অতিথি ছিলেন মাসুদা ভাট্টি ও সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন।

আলোচনার ফাঁকে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কিনা?

এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

এ নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গত রোববার ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। একই অভিযোগে আরও কয়েকটি মামলা হয় রোব ও সোমবার। দুটি মামলায় মইনুল হাইকোর্ট থেকে জামিন নিলেও রংপুরে দায়ের করা একটি মামলায় তাকে রাতে আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে গ্রেফতার করা হয়।

গো নিউজ২৪/এমআর

 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন