ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ জোটে ভাঙন,ন্যাপ-এনডিপি গন্তব্য কোথায়?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৯:১৫ এএম
হঠাৎ জোটে ভাঙন,ন্যাপ-এনডিপি গন্তব্য কোথায়?

ঢাকা: ২০ দলীয় জোট থেকে দু’টি দল হঠাৎ করে বেরিয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বহুমুখী সংকট মোকাবেলায় যখন নতুন মিত্রের সন্ধানে ব্যস্ত বিএনপি, ঠিক তখন পুরোনো দুই মিত্র সরে যাওয়ায় প্রচণ্ড স্নায়ুচাপ তৈরি হয়েছে দলটির ভেতরে।

মঙ্গলবার গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি।

দুই দলের পক্ষে লিখিত বক্তব্যে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনসহ সামগ্রিক রাজনৈতিক বিষয়ে বিএনপি সব সময়ই শরিকদের অন্ধকারে রাখে। আসন্ন নির্বাচন ঘিরে কোনো দলটির অবস্থানও জোটের কাছে পরিস্কার নয়। দল দুটি মনে করে, যে প্রক্রিয়ায় এবং যাদের সাথে ঐক্য হয়েছে তাতে বিএনপির নৈতিক স্থলন হয়েছে। সেজন্যই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে অন্য কোনো জোটে যাবে কি-না এমন প্রশ্নে তিনি জানান, এ মূহুর্তে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সংবাদ সম্মেলনে তারা জানায়, বিএনপি নেতৃত্বে চার দলীয় জোটকে সম্প্রসারণ করে ১৮ দলীয় জোটে রূপান্তর হওয়ার পর থেকে বাংলাদেশে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ জোটের অংশীদার।

তারা জানায়, বিএনপি জোটের শরিক হিসেবে আমরা সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করেছি। নিজেদের মতবিরোধী ও মতাপার্থক্য থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় আন্তরিক ছিলাম।

জেবেল রহমান গানি গাণি বলেন, ২০১৪ সালের নির্বাচনে নানা ধরনের লোভনীয় প্রস্তাব থাকার পরেও জোটের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কেউ তৎকালীন ১৮ দলীয় জোট ছাড়েনি। কিন্তু এই ত্যাগকে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে কোনো মূল্যায়ন করেছে বলে আমাদের কাছে কখনো প্রতীয়মান হয়নি। বরং তাদের ভাবখানা ছিল এমন যে আমরা যাব কোথায়?

অবশ্য বিএনপি দাবি করেছে, দল দুটির অভিযোগ সঠিক নয়। তারা সরকারের সঙ্গে আঁতাত করে জোট ত্যাগ করেছে। এটি সরকারেরই একটি ষড়যন্ত্র। তবে আওয়ামী লীগ বলছে, জাতীয় ঐক্যফ্রন্টের উদ্দেশ্য খারাপ, তাই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ভাঙনের সুর বাজছে। এদিকে গত রাতেই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একাংশ নির্বাহী কমিটির সভা ডেকে চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজাকে বহিস্কার করে ২০ দলীয় জোটের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে। সভায় একই সঙ্গে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল মুকাদ্দিমকে পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আগামী একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হচ্ছে রাজনৈতিক দলগুলো। চলছে নানা জোট গঠনের তোড়জোড়। এমন সময়ে ২০ দলীয় জোটের দুই শরিকের জোট বিচ্ছিন্ন হওয়ার ঘটনা কৌতূহল সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। দল দুইটির গন্তব্য কোথায়? তারা কি ক্ষমতাসীন জোটে যাচ্ছেন, নাকি মধ্যপন্থি কোনো জোটে? বাতাসে ভাসছে নানা গুঞ্জন।

তবে দুই দলেরই শীর্ষ নেতা জানিয়েছেন, এখনই তারা কোনো জোটে যাচ্ছেন না। ব্যক্তিগত সম্পর্ক থেকে কেউ চায়ের দাওয়াত দিলে সে কথা ভিন্ন। কিন্তু একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত তারা চলবেন নিজের পথে।

গো নিউজ২৪/এমআর

 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন