ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কার ভাগ্যে গুলশান-বনানী, এরশাদ না ফারুক খান?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৬:০৯ পিএম আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৮:৩৮ পিএম
কার ভাগ্যে গুলশান-বনানী, এরশাদ না ফারুক খান?

ঢাকা : গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নেই রাজধানীর গুরুত্বপূর্ণ গুলশান, বনানী, ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনে। কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত এই আসনে এমনকি গত দুই সংসদ নির্বাচনে নিজ দলের কাউকে মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দলটি। দীর্ঘদিন ধরে হাতছাড়া এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী চান স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন পেতে ও নির্বাচন করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে জোর প্রচারণা চালাচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন ক্ষমতাসীন দলটির একই ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান।

তবে এই আসনে প্রার্থী মনোনয়নে চমক দেয়া হতে পারে বলে জানায় আওয়ামী লীগের একটি সূত্র। চমক হিসেবে সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খানকে এখানে দলীয় প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। তিনি বর্তমানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য।

এদিকে ঢাকার এই আসনটি থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  

বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনের কচুক্ষেত এলাকায় গণসংযোগকালে এরশাদ বলেন, তিনটি আসনে নির্বাচন করবো এর মধ্যে ঢাকা-১৭ এবং রংপুর সদর নিশ্চিত হয়েছে। 

তিনি বলেন, ঢাকা-১৭ আসন রাজধানীর অভিজাত এলাকা, এখনকার সর্বস্তরের মানুষের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে সাধারণ মানুষ আমাকে প্রায় দেড় লাখ ভোট বেশি দিয়ে নির্বাচিত করেছিলেন। আবারো নির্বাচন করবো, দেশের মানুষকে গুম, খুন থেকে মুক্তি দেবো।

এ সময় উপস্থিত জনতা হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে সমর্থন জানান। 

এমন পরিস্থিতিতে বেশ দোটানার মধ্যে রয়েছেন কর্নেল ফারুক খান। কেননা তিনি এবার এই আসনটি থেকে নির্বাচনে বেশ আগ্রহী। যদি জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশ নেয় তবে এরশাদ এই আসনটি চাইলে তাকে হয়তো মানা করতে পারবেন না শেখ হাসিনা। তবে যদি জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করে তাহলে ঢাকা ১৭ আসনে ফারুক খানের মনোনয়ন একরকম নিশ্চিত বলা যায়। আর এটা নির্ভর করছে বিএনপির উপর। কারণ বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না আসলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে বেং সেক্ষেত্রে ফারুক খানের সামনে ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে কোনো বাধা থাকবেনা। 

 

গো নিউজ২৪/আই
 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন