ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেগে উঠুন, দেশকে আবার স্বাধীন করুন : ফখরুল


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৮, ০৩:১৭ পিএম আপডেট: আগস্ট ১৭, ২০১৮, ০৪:০০ পিএম
জেগে উঠুন, দেশকে আবার স্বাধীন করুন : ফখরুল

ঢাকা : দেশকে আরেকবার স্বাধীন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, শুধু ‘নিরাপদ সড়ক’ নয়, ‘নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে’ দেশকে আরেকবার স্বাধীন করতে হবে। 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।  সাংবাদিক নির্যাতনবিরোধী এ সংহতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।

বিএনপি নেতা বলেন, রাতের আঁধারে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। তাদের অপরাধ তারা নাকি ছেলেদের আন্দোলনে উস্কানি দিচ্ছে। আমাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তো সব সময় করে তারা। আজকেও তারা মানববন্ধন করে বলেছে আমরা নাকি উস্কানি দিচ্ছি।

আমরা তো প্রথম দিন থেকেই সমর্থন দিয়েছি। প্রকাশ্যে ছাত্রদের এই ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত আন্দোলনকে সমর্থন করেছি। সেই সমর্থন অব্যাহত রেখেছি। আমরা ছাত্রদের এই কোটা আন্দোলন, নিরাপদ সড়কের দাবির আন্দোলনকে অবশ্যই সমর্থন জানাব এবং জনগণকে আহ্বান জানাব যে শুধু এই নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা জেগে উঠুন এবং আপনার দেশকে স্বাধীন করুন।

এসময় আন্দোলনে গুজব ছড়ানো অভিযোগে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জামিন না দেয়ারও সমালোচনা করেন ফখরুল। বলেন, একটা মেয়ের বেইল পিটিশন করেছে, সেটা কোর্ট থেকে রিজেক্ট করেছে। তার কী অপরাধ? সে কি খুনি না ডাকাত? সেকি চোরাচালানি, সেকি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে? তার আজকে আপনি জামিন আবেদন বাতিল করে দিচ্ছেন।

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার বিষয়ে বিএনপি নেতা বলেন, যেসমস্ত ছেলে-মেয়েরা ঢাকার বাইরে থেকে এসে কষ্ট করে মেসে থেকে লেখাপড়া করছে, তাদের রিমান্ড বাতিল করা যাবে না বলছেন। আর যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, স্টক মার্কেট লুট করেছে তাদের প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করেন না। কারণ তারা সবাই আপনাদের লোক।

আরেকটি এক এগারোর ষড়যন্ত্র হচ্ছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এরপরও আপনারা সরকারে আছেন? এখনও পদত্যাগ করছেন না? এই এক এগারোর বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) কিন্তু আওয়ামী লীগ। এতটাই বেনিফিশিয়ারি কে তাদের নেত্রী বিদেশ যাওয়ার আগে বলেছিলেন, আমরা এই ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সব কর্মকান্ডের বৈধতা দেব।

আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন