ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্দোলন থেমেছে কিন্তু ষড়যন্ত্র থামেনি : ওবায়দুল কাদের


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০৭:১৬ পিএম
আন্দোলন থেমেছে কিন্তু ষড়যন্ত্র থামেনি : ওবায়দুল কাদের

ঢাকা : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ দূর হলে তারা আর রাস্তায় নামবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা এ বিষয়টি উপলদ্ধি করতে না পারলে আমাদের আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে বিআরটিএর কার্যালয়ে নিজ মন্ত্রণালয়ের নেয়া ক্রাশ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

ক্রাশ কর্মসূচি শিক্ষার্থীদের আন্দোলনেরই একটি অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ কর্মসূচির আওতায় গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীসহ দেশের সব বিআরটিএর কার্যালয়ে এ কর্মসূচি চলছে।

সেতুমন্ত্রী বলেন, দেশের সব বিভাগীয় শহরে কোরিয়ার অর্থ সহায়তায় ভেহিক্যাল ইনস্পেকশন সেন্টার (ভিআইসি) গড়ে তোলার চেষ্টা করছি। ২০১১ সালে ৫টি ভিআইসি সেন্টার ছিল। কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকায় তা বন্ধ হয়ে যায়।

এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হওয়ায় আপতত স্বস্তি ফিরেছে, তবে ষড়যন্ত্র বন্ধ হয়নি।

তিনি বলেন, কোটার আন্দোলনের উপর তারা (বিএনপি) ভর করেছে, শিক্ষার্থীদের আন্দোলনেও ভর করেছে। তবে সবখানেই তারা ব্যর্থ। ভুয়া ছাত্র সাজিয়ে স্কুলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ভেতরে পাথর, চাপাতি, ছোরা, আগ্নেয়াস্ত্র। এসব হাতে নাতে ধরা পড়েছে। নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড তৈরি করেছে। হাজার হাজার স্কুল ড্রেস তৈরি করেছে, ভুয়া শিক্ষার্থী তৈরি করেছে।

আওয়ামী লীগ অফিসে চারজন মেয়েকে ধর্ষণ করা হচ্ছে বলে ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে জানিয়ে কাদের বলেন, কয়েকদিন পর সেই চারজনকে হাজারীবাগে পাওয়া গেছে। এখন পুলিশের কাছে আছে।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন