ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি: কাদের 


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৮, ২০১৮, ১১:৫৪ এএম
ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি: কাদের 

ঢাকা: জনগণের কাছে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

বুধবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, কোন সাড়া না পেয়েই তারা সব সময় বিদেশিদের কাছে ধরনা দেয় বিএনপি। এটা নতুন কিছু নয়, তাদের পুরানো অভ্যাস। বিদেশিদের কাছে নালিশ দেওয়া। কূটনীতিকদের সাথে গতকালের যে বৈঠক, এই বৈঠক তাদের পুরানো নালিশেরই অংশ। মিথ্যাচারেরই অংশ।

তিনি আরো বলেন, যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা নালিশই করে। আর সেই নালিশটা দেশের লোকের কাছে করে না। বিদেশিদের কাছে করে, এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদেশি কূটনীতিকদের ডেকে বৈঠক করেন বিএনপি।  

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলালউদ্দীন প্রমুখ।

বৈঠকে কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন, কুয়েত, পাকিস্তানসহ ১৩টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন