ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘নিশ্চিত ভরাডুবি জেনেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার চলছে’


গো নিউজ২৪ | গাজীপুর প্রকাশিত: জুন ২১, ২০১৮, ০১:১১ পিএম আপডেট: জুন ২১, ২০১৮, ০৭:১১ এএম
‘নিশ্চিত ভরাডুবি জেনেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার চলছে’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র পদ প্রার্থী হাসান উদ্দিন সরকার দাবি করেছেন, আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি নিশ্চিত জেনেই বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।

এ সময় তিনি বলেন,বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপর থেকে পরিস্থিতি উল্টো। স্থানীয় প্রশাসন গণহারে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

বৃহস্পতিবার টঙ্গি কলেজ গেট এলাকায় নিজের বাসভবনে নির্বাচনি পর্যবেক্ষণ সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনি সুষ্ঠু পরিবেশের ব্যত্যয় ঘটছে। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন কমিশনের আশ্বাসের পরও গতকাল কাশিমপুর ও কোনাবাড়ি অঞ্চলের অধিকাংশ দায়িত্বশীল নেতাকর্মীর বাড়িতে ঢাকা ডিবি পুলিশ তল্লাশি চালায়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ আওয়ামী লীগের ৫০ থেকে ৬০ জন ক্যাডার নিয়ে রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা সেসব বাসায় ভাঙচুর চালায় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী তাদের নিশ্চিত হার জেনেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে গণহারে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে।

প্রচার-প্রচারণায় বিঘ্ন ঘটছে কিনা জানতে চাইলে হাসান সরকার বলেন, স্থানীয় প্রশাসনের গণগ্রেফতারের কারণে ও নেতাকর্মীরা পলাতক থাকলে সেটা তো হবেই। আজ আমরা গাজীপুর রিটার্নিং কর্মকর্তার অফিসে যাবো। সেখানে গিয়ে এ বিষয়ে আলোচনা করবো। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে আমি কঠিন সিদ্ধান্ত নেবো। দুনিয়াবাসীকে অবাক করে দেওয়ার মতো কিছু করবো। পৃথিবীতে সপ্তম আশ্চর্য আছে, আমি গাজীপুর অষ্টম আশ্চর্য সৃষ্টি করে নির্বাচনি পরিবেশ তৈরি করবো।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন