ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন বিএনপি নেতারা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৬, ২০১৮, ১২:০৭ পিএম
খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন বিএনপি নেতারা

ঢাকা : পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালের মধ্যেই ঈদ করতে হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এর আগেও বিগত এক এগারোর সময় গ্রেফতার হয়ে সংসদ ভবন এলাকার সাব-জেলে রোজার ঈদ ও কোরবানির ঈদ কাটিয়েছিলেন বিএনপি প্রধান।

এদিকে, ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার জন্য আবেদন করেছেন বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তারা জেলগেটে যাবেন।

এছাড়া ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারবেন। তাদের আনা খাবারও খেতে পারবেন খালেদা, তবে তা পরীক্ষা-নিরীক্ষার পরই তাকে সরবরাহ করা হবে। 

মুক্ত থাকলে প্রতি বছরের মতো এবারও হয়তো তিনি ঈদের দিনটিতে দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও সর্বসাধারণের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু কারান্তরীণ থাকায় এবার একাকিত্ব নিয়েই থাকতে হবে শারীরিকভাবে অসুস্থ এই শীর্ষ রাজনীতিককে। 

কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন খালেদা জিয়ার খাবারের তালিকায় থাকছে বিশেষ আয়োজন। এসব খাবার কারাগার থেকেই সরবরাহ করা হবে, যা বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে। কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই রান্না করা হবে খাবারগুলো। 

ঈদের সকালে খালেদা জিয়ার নাস্তার মেন্যুতে থাকছে সেমাই, পায়েস ও মুড়ি। আর দুপুরে তার ইচ্ছা অনুযায়ী ভাত বা পোলাও সরবরাহ করা হবে। সাথে থাকবে মাছ, মাংস, ডিম ও আলুর দম। আর রাতে বিএনপি প্রধানের খাবারের তালিকায় থাকবে পোলাও গরু অথবা খাসির মাংস, মিষ্টান্ন, পান-সুপারি এবং কোমল পানীয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। পরিবারের সদস্যরা তার জন্য খাবার আনলে সেটিও গ্রহণযোগ্য হবে, তবে খাবারগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে কারা কর্তৃপক্ষ।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন