ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় কারা কর্তৃপক্ষ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০৪:৪২ পিএম আপডেট: জুন ১৩, ২০১৮, ১০:৪২ এএম
খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় কারা কর্তৃপক্ষ

ঢাকা : চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার ( ১৩ জুন) দুপুরে তেজগাঁও বিজ্ঞান কলেজে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র আয়োজিত দরিদ্র-মেধাবী শিশুদের ঈদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু হাসপাতাল ও সিএমএইচ এর কথা বলেছেন। এখন পর্যন্ত তিনি কোন সিদ্ধান্ত জানাননি। তিনি সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইজি প্রিজনের সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে, কোথায় চিকিৎসা নিবেন খালেদা জিয়া এখনও কোনও সম্মতি দেননি। তবে আমরা আশা করছি, যেকোনও সময়েই তিনি সম্মতি প্রকাশ করবেন। তখনই সেই সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়াকে যারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, যাদের চিকিৎসা তিনি নেন, সেই বিশেষজ্ঞ চারজনকে নিয়ে আমাদের সিভিল সার্জন, কারাগারের ডাক্তার সবাই একসঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাদের সেই প্রেসক্রিপশন অনুযায়ী পুনরায় খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি।

এ সময় ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনোক্রমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেবো না। রোজা শেষ পর্যায় চলে এসেছে। আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারির কারণে কোন ধরণের অঘটন ঘটেনি। এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট হুমকি নাই বলেও জানান তিনি। 

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন