ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনীতির মাঠে ফের সক্রিয় হচ্ছেন সৈয়দ আশরাফ


গো নিউজ২৪ | নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০১৮, ১০:০৮ এএম
রাজনীতির মাঠে ফের সক্রিয় হচ্ছেন সৈয়দ আশরাফ

স্ত্রী শিলা ইসলামের মৃত্যশোক আর নিজের শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের রাজনীতির মাঠে নামছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

মুক্তিযুদ্ধকালে নেতৃত্বদানকারী জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র সৈয়দ আশরাফ বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সরকারের জনপ্রশাসন মন্ত্রী। ছিলেন দলের সাধারণ সম্পাদকও।

দীর্ঘদিন অসুস্থতার পর স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সৈয়দ আশরাফ। ফলে দলীয় রাজনীতি ও জনসংযোগের কাজে মনোযোগ দিতে পারেননি এই নেতা। তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরেও খুব বেশি যেতে পারেননি।  

তবে গত ৬ মে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের পশ্চিম পাশে যানবাহন মেরামত কারখানার জমিতে বহুতল কার পার্কিং কাম মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পুরোদমে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা। বলেছেন, আমি অনেক দিন মাঠে ছিলাম না। আজ এসেছি, এখন থেকে আবার রাজনীতি শুরু করবো।

সৈয়দ আশরাফ আবার মাঠে নামবেন। ঘরোয়াভাবে কর্মী-সমর্থকদের সাথে আলাপ-আলোচনা শুরু করেছেন তিনি। ঈদের অবসরকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক রাজনৈতিক সফর করবেন তিনি।  

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা জানান, রাজনৈতিক জনসংযোগ ছাড়াও তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ-খবর নেবেন। তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের এ ব্যাপারে করণীয় সম্পর্কেও জানানো হয়েছে।

কিশোরগঞ্জ আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, স্থানীয় আওয়ামী রাজনীতি তীব্রভাবে মেরুকরণে বিভক্ত। জেলা, উপজেলা ও অন্যান্য সাংগঠনিক কমিটিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সৈয়দ আশরাফের অনুসারীরা রয়েছেন। জেলার রাজনীতি ঐতিহ্যগতভাবেই এই দুই কেন্দ্রীয় নেতার মধ্যে বিভাজিত।

জানা গেছে, সৈয়দ আশরাফের নীরবতার কারণে স্থানীয় রাজনীতিতে অন্য পক্ষটি সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। সামনের নির্বাচন ও অন্যান্য সাংগঠনিক কারণে সৈয়দ আশরাফের অনুসারীরাও সরবে মাঠে নামতে ইচ্ছুক। নেতার গ্রিন সিগন্যাল পেয়ে বিভিন্ন দিক থেকে প্রস্তুতিও নিচ্ছেন তারা।

সৈয়দ আশরাফও প্রস্তুত হচ্ছেন রাজনৈতিক মাঠে সর্বশক্তি নিয়ে নামার জন্য। তৃণমূলে দৃঢ় অবস্থান গড়ে তোলার মাধ্যমে রাজনীতিতে পুনরায় তৎপর হতে চান আওয়ামী লীগের এই সিনিয়র কেন্দ্রীয় নেতা।

গো নিউজ২৪/এমআর

 

 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন