ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে যাচ্ছেন আজ , থাকবেন মোদিও


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৮:৪৮ পিএম আপডেট: মে ২৫, ২০১৮, ০২:৫৬ এএম
প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে যাচ্ছেন আজ , থাকবেন মোদিও

ঢাকা : বিশ্বভারতী প্রাঙ্গনে বাংলাদেশের অর্থায়নে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুদেশের প্রধানমন্ত্রী বিশ্বভারতীর সমাবর্তনে অংশ নেবেন। বসবেন বৈঠকেও।

দুই নেতার মধ্যে এ বৈঠকে রোহিঙ্গা সমস্যার পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। এছাড়া কানেকটিভিটি, বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে বলা হয়েছে। পাশাপাশি তিস্তা নিয়েও কথা হতে পারে। তবে সরকারের তরফে আগেই জানানো হয়েছে তিস্তা চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের উদ্দেশ্য নয়।

এদিকে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা প্রসঙ্গ আলোচনায় উঠলেও মমতার উপস্থিতি জরুরি হয়ে উঠবে বলে কূটনৈতিক মহলের ধারণা। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেবার সম্ভাবনার কথা অনেকে মনে করছেন। আর মমতাও তার মতামত জানানোর জন্য তৈরি হয়েই শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বভারতীতে পৌঁছেছেন। তবে মমতা তিস্তার পানি নিয়ে তার অনড় অবস্থানে থাকা সত্ত্বেও বেশ কিছু প্রতিশ্রুতি দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এর আগে জানা গিয়েছিল, মমতা বিশ্বভারতীর অনুষ্ঠানে যাবেন না বলে প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়েছিলেন। পরে অবশ্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুরোধের পাশাপাশি বাংলাদেশ সরকারের অনুরোধও গিয়ে পৌঁছায় মমতার কাছে। এরপরেই তিনি বিশ্বভারতীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

তবে আগামী ২৬শে মে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে ডিলিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুষ্ঠানে মমতা যাবেন না বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। অবশ্য বিশ্ববিদ্যালয়ের ভেতরকার সমস্যার কারণেই মমতা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে। সেখানে না গেলেও বিশ্বভারতীর সমাবর্তনে এক মঞ্চে হাজির থাকবেন নরেন্দ্র মোদী, শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বাংলাদেশ ভবনের উদ্বোধনেও।

বাংলাদেশ নিয়ে চর্চা ও গবেষণার জন্য রিসোর্স সেন্টার হিসেবে তৈরি করা হয়েছে বাংলাদেশ ভবন। এই ভবনে রয়েছে একটি মিউজিয়াম, একটি লাইব্রেরি, একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, একটি সেমিনার হল, ফ্যাকাল্টি কক্ষ, স্টাডি রুম ও একটি ক্যাফেটেরিয়া। আগামীতে দিনে এই বাংলাদেশ ভবন শান্তিনিকেতনে অবশ্য দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে বলে মনে করছেন বাংলাদেশের সরকারি কর্তাব্যাক্তিরা। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে শুক্রবার সকালে দমদমের নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টারে শান্তিনিকেতনে যাবেন। সেখানে হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বদ্যোপাধ্যায় ও বিশ্বভারতীর  উপাচার্য সবুজ কলি সেন। মোদী ঝাড়খণ্ডের একটি সভা শেষ করে হেলিকপ্টারে শান্তিনিকেতনে আসবেন।

সফরে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর গান পরিবেশন করবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। উদ্বোধন অনুষ্ঠানের পরেই হবে বহু প্রতীক্ষিত বৈঠকটি। বৈঠক শেষে হাসিনা হেলিকপ্টারেই ফিরে আসবেন কলকাতায়। যাবেন জোড়াসাঁকে ঠাকুরবাড়িতে কিংবা নেতাজি ভবনে। সন্ধ্যায় তাজ বেঙ্গল হোটেলে ইফতারের আয়োজন রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। পরেরদিন সকালে বাংলাদেশের বিমানে হাসিনা যাবেন অন্ডালে। সেখান থেকে সড়ক পথে আসানসোলের কাছে কাজী নজরুল বিশ্ববিদ্রালয়ের সমাবর্তনে যোগ দিতে। কাজী নজরুল বিশ্ববিদ্রালয়র থেকে ডিলিট সম্মান গ্রহণ করে তিনি ফিরে যাবেন কলকাতায়। সেই রাতেই তিনি ফিরে আসবেন ঢাকায়। 

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন