ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এটা তারেকের আব্বার দেশ, আপনার ওস্তাদির দরকার নাই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৮, ১০:০৪ পিএম
এটা তারেকের আব্বার দেশ, আপনার ওস্তাদির দরকার নাই

ঢাকা : বাংলাদেশ তারেক রহমানের আব্বার দেশ উল্লেখ করে তার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওস্তাদি না করতে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে একথা বলেনি তিনি। এর আগে শনিবার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছিলেন, খুনিদের কাছ থেকে দেশকে বাঁচাতে হবে, যেভাবেই হোক তারককে দেশে ফেরত নেবই নেব। ব্রিটিশ সরকারের সাথে আমি কথা বলেছি।

প্রধানমন্ত্রীরে বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, এটা তারেক রহমানের আব্বার দেশ। তারেকের আব্বা জিয়াউর রহমান এই দেশটাকে স্বাধীন করেছেন। এ দেশে তো তারেক আসবেনই।

এটা নিয়ে আপনার ওস্তাদি করার দরকার নেই। তারেক রহমান যখন আসবে তখন আপনি আর থাকতে পারবেন না।

বিএনপির নেতা-কর্মীদেরকে রাস্তায় নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, আমরা যদি জেল ভয় না পাই, আমরা যদি জেলে যেতে চাই, তাহলে শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

খালেদা জিয়াকে কারাগারে নেয়াকে সরকার টেস্ট কেইস হিসেবে নিয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে জেলে দিয়ে, জামিন না দিয়ে কিছুদিন আটকে রাখার পর বিএনপির অবস্থাটা কী হয়। তারা ভেবেছিল হয়তো বিএনপির কিছু লোক তারেক রহমানের নেতৃত্ব মানবে না, এরকম একটা ছক এঁকেছিল বলে আমার মনে হয়। কিন্তু তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বিএনপি ইউনাইটেড।

তার (তারেক) নেতৃত্বে দল চলতে, ফিরতে, কথায় কোনোরকমের অসামঞ্জস্যতা নাই। উনার ভাবনা আমাদের ভাবনা একাকার। সবাই (নেতা কর্মীরা) এখন নিজেদের চাওয়া পাওয়ার বিষয়টা বিসর্জন দিয়েছে।

গয়েশ্বর বলেন, রাজনীতির দৃষ্টিতে, প্রথম প্রতিবাদ, তার পর প্রতিরোধ, তার পর প্রতিশোধ। এখন কোন পর্বটা কখন শুরু হবে, এটা অপেক্ষা ও ভাববার ব্যাপার। তবে এটা যে বিনা চ্যালেঞ্জ যাবে না এ কথাটা ভাবতে হবে।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন