ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন নিয়ে শঙ্কিত


গো নিউজ২৪ | নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ১০:০৮ পিএম
খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন নিয়ে শঙ্কিত

বিএনপি অভিযোগ করে বলেছে. দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। পরিবারের সদস্যরা তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে গেলে ওয়েটিং রুমেও আসতে পারেননি তিনি। সরকারকে বারবার তার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে অবহিত করা হলেও তাতে কর্ণপাত না করে তাকে জীবনহানির দিকে ঠেলে দেয়া হচ্ছে।

শুক্রবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার পা, হাঁটুসহ সারা শরীরে ব্যথা এতটাই তীব্র যে, তিনি জেল কক্ষ থেকে ওয়েটিং রুম পর্যন্তও আসতে পারেননি। বিকেল সোয়া ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন তার স্বজনরা। পরে কারা কর্তৃপক্ষ স্বজনদের জানান, অসুস্থতার কারণে তিনি দেখা করতে পারবেন না। সুতরাং কারা কর্তৃপক্ষও স্বীকার করেছেন, খালেদা জিয়া অসুস্থতার কথা। আমরা তার নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানাচ্ছি।

তিনি অভিযোগ করেন, বারবার আবেদন করা হলেও সরকারের সংকীর্ণ নীতির অংশীদার জেল কর্তৃপক্ষ ব্যক্তিগত চিকিৎসকদের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না। এমনকি সরকারের নির্দেশিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে অর্থোপেডিক বেড দেওয়ার জন্য যে সুপারিশ করেছে তাও সরবরাহ করছে না কর্তৃপক্ষ।

এ ঘটনায় সরকারের এক সর্বব্যাপী প্রতিহিংসা ও বিদ্বেষের প্রতিফলন ফুটে উঠছে দাবি করে বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ‘স্বামী-সন্তানহারা ও অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা বর্ষীয়ান নেত্রী খালেদা জিয়াকে নির্যাতন করা ক্ষমতাসীনদের নীচ রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। এতেই প্রমাণিত হয় তাদের মধ্যে মনুষ্যত্বই জেগে ওঠেনি।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন