ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেটুকু আস্থা ছিল তাও নষ্ট করছে ইসি


গো নিউজ২৪ | নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৪:৪৯ পিএম আপডেট: এপ্রিল ২০, ২০১৮, ১০:৪৯ এএম
যেটুকু আস্থা ছিল তাও নষ্ট করছে ইসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর যেটুকু আস্থা ছিল, সেটুকুও নষ্ট করছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত আলোচনা সভায় খসরু এসব কথা বলেন।

এই সময় তিনি বলেন, নির্বাচনের আর কোনো স্পেস থাকছে না। যা থাকছে তা কেবল ক্ষমতা দখলের ব্যবস্থা।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা প্রতিনিয়ত বলে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাঁরা বাংলাদেশে আসছেন, তাঁরাও বারবার একই কথা বলে যাচ্ছেন। কয়েক দিন আগেও আমরা যে কয়টা প্রস্তাবনা দিয়েছি, সেই প্রস্তাবনাগুলো নিয়ে তাদের আলোচনায় বসতে সময় হয় না। কিন্তু আওয়ামী লীগের নির্দেশেই খুব জরুরি একটা সভা করে এমপি-মন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে।

‘সরকার, কমিশন নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার দিকে না নিয়ে তারা বারবার ক্ষমতা দখলের দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন মন্ত্রী-এমপিদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ দিতে যে আলোচনায় বসছে, সেটাতে দেশের মানুষ অবাক হয়েছে। এটা আলোচনা হওয়ার বিষয়বস্তু হতেই পারে না। সরকারের এমপি-মন্ত্রী থেকে নির্বাচনী প্রচারের সুযোগ পাওয়ার প্রশ্নই ওঠে না।’

বিএনপির এই নেতা আরো বলেন, আসলে বাংলাদেশে নির্বাচন বলে কিছু একটা হবে, তা দেশের মানুষ এখন বিশ্বাস করতে চায় না। নির্বাচন ব্যবস্থার ওপর তারা সমস্ত আস্থা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম ও কথাবার্তায় সামান্য কিছু যদি আস্থা থেকেও থাকে, এখন তাও চলে গেছে। তাদের আচরণ বলছে, ক্ষমতা দখলের প্রক্রিয়া থাকবে, কিন্তু নির্বাচনের জন্য আর কোনো জায়গা থাকবে না।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন