ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার জামিনের সঙ্গে সমঝোতার বিষয় নেই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৪:৫৮ পিএম আপডেট: মার্চ ১৩, ২০১৮, ১০:৫৮ এএম
খালেদার জামিনের সঙ্গে সমঝোতার বিষয় নেই

ঢাকা : আদালত খালেদা জিয়াকে দণ্ড এবং জামিন দিয়েছেন। এর সঙ্গে সমঝোতার কোনো বিষয় নেই বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ইলিয়াস মোল্লা বস্তিতে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আদালত খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে, এটাতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সেটা স্বাভাবিক নিয়মে হয়েছে। তবে আদালত নিয়ে বিএনপির আনন্দ ও হতাশার অবাক হয়েছি বলে জানান তিনি।

কাদের বলেন, আদালত তাকে দণ্ড এবং জামিন দিয়েছেন। এখানে বিএনপির হতাশ বা উচ্ছ্বসিতের বিষয়টা অবাক করার মতো।

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অনেক আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এতে তাদের কোনো সমস্যা হচ্ছে না।

এসময় ইলিয়াস মোল্লা বস্তিতে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন ওবায়দুল কাদের। তিনি জানান, তাদের (বস্তিবাসী) যে ক্ষতি হয়েছে সেটা অত্যন্ত কষ্টদায়ক। ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সরকারের পক্ষ থেকে তাদের জন্য ১০০ টন চালের সঙ্গে দশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

তিনি বলেন, ঢাকার ডিসিকে নির্দেশ দেয়া হয়েছে যাদের ঘড়বাড়ি পুড়ে গেছে তাদের তালিকা যত দ্রুত তৈরি করতে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসন করতে সরকার বাউনিয়ায় পূনর্বাসনে ইতোমধ্যে কাজ শুরু করেছে।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন