ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফখরুলকে কেঁদে কেঁদে কী বললেন নিপুন রায়(ভিডিও)


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৯:০২ পিএম
ফখরুলকে কেঁদে কেঁদে কী বললেন নিপুন রায়(ভিডিও)

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের জলকামান নিক্ষেপে আহত হয়েছে নিপুন রায় চৌধুরী।

আহত হওয়ার আগে কার্যালয়ের সামনে ফুটপাতে বসে ছিলেন তিনি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার কাছে আসলে তিনি কেঁদে কেঁদে তাকে কিছু একটা বলছিলেন। এরপর মির্জা ফখরুল তাকে কার্যালয়ের ভেতরে যেতে বলে সেখান থেকে উঠিয়ে দেন।

নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পূত্রবধু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।

আগে থেকেই নিপুন রায় রাজনীতিতে জড়িত। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা বিএনপির সভাপ‌তি। পেশায় একজন আইনজীবী।

জাতীয় রাজনীতিতে নিপুন রায়ের তেমন পরিচিতি আগে ছিলো না। তবে বিএনপির শনিবারের কর্মসূচিকে ঘিরে বেশ আলোচনায় চলে আসেন তিনি। বিএনপির নেতাকর্মীরা তাকে বাহবা দিচ্ছেন বেশ।

দেখা গেছে, কর্মসূচির একপর্যায়ে পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে জলকামান নিক্ষেপ করলে তেড়ে আসেন নিপুন রায় চৌধুরী। তিনি রাস্তা থেকে লাঠি উঠিয়ে গাড়ির দিকে ছুড়ে মারেন। এসময় পুলিশকে লক্ষ্য করে কুত্তার.....বলে গালি দিতে থাকেন। 

জলকামানের সামনে থেকে অন্যরা সরে যেতে থাকলেও তিনি ক্রমাগত লাঠি ছুড়তে থাকেন।

উল্লেখ্য, শনিবার পুলিশের তৎপরতায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের অভিযোগ, পরিস্থিতি ঘোলাটে করতে পুলিশ সরকারের মদদে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, অবৈধ সরকার যতই উস্কানি দিক, বিএনপি তাতে কান দেবে না। সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে চলবে। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে।

তবে বিএন‌পি মহাস‌চিব এও ব‌লেন, সরকার যে ধরনের আচরণ কর‌ছে, তা‌তে যে কোনো উদ্ভূত প‌রি‌স্থি‌তি তৈরি হলে তার জন্য তারাই দায়ী থাক‌বে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি মাত্রাতিরিক্ত করে, জনগণের দূর্ভোগ বাড়িয়ে দেয়, রাস্তা বন্ধ করে দেয় তখনই আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করা দরকার তা করে।

তিনি আরও বলেন, আমি আগেও বলেছি সরকার কারো গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলনে কখনোই বাধা দেয় না। তবে জনদুর্ভোগের উপক্রম হলেই আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়।

বিএনপির পক্ষ থেকে তাদের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনোই বাধা দিচ্ছি না। কেউ যদি মাত্রাতিরিক্ত জনদুর্ভোগ বাড়িয়ে দেয়, তখনই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়ে থাকে। নয়াপল্টনে জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব ছিল।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন