ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমি বসতে বলার আগে তারেক কোন দিন চেয়ারে বসে নাই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০৯:৪০ এএম
আমি বসতে বলার আগে তারেক কোন দিন চেয়ারে বসে নাই

ঢাকা : দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারপারস করায় দলে অসন্তোষ দেখা দিয়েছে বলে গুঞ্জন নাকচ করে দিলেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এটা ভুল কথা। বিএনপির মধ্যে তারেক রহমান অনেক জনপ্রিয়। তার অতীতের অনেক দোষের কথা আছে। সে নাকি ভালো ব্যাবহার করে নাই, সিনিয়রদের সাথে নাকি দুর্বব্যবহার করেছেন। এরশাদ সাহেবের সাথে দুর্বব্যবহার করেছে। এর কারণটা হলো কি- তাকে তারা রাজার ছেলে বানায়া ফেলেছে। বিএনপির লোকজনেরা আপনে আপনে করে মাথায় তুলে ফেলছেন।

সম্প্রতি একটি সাক্ষাতকারে এসব কথা বলেন গণস্বাস্থ্যকেন্দ্রের এই প্রতিষ্ঠাতা।

তিনি অারও বলেন, তাছাড়া তারেক জিয়া ইজ এ নাইস পারসন। আমি তো তার কখনও খারাপ দেখি নাই। আমি বসার আগে কোন দিন চেয়ারে বসে নাই। আমি বললে সে বসত। ওর দুর্বব্যহারের জন্য ও (তারেক) যতটা না দায়ী, বিএনপির সিনিয়র নেতারা বেশি দায়ী। আমার মতে সে যদি সময় পায় তবে সে ভালো পলিটিক্যাল লিডার হবে।

উল্লেখ্য,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন