ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ ধারা তুলে নিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে বিএনপি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৩:৩৬ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৯:৩৬ এএম
৭ ধারা তুলে নিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে বিএনপি

ঢাকা : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এটা আদালত ঠিক করবে। সরকার কিংবা আওয়ামী লীগের এ বিষয়ে বলার কিছু নেই বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া আপিল যদি করেন, আদালত যদি মনে করেন এবং সে অনুযায়ী রায় দেন, তখন বুঝা যাবে বেগম জিয়া নির্বাচন করতে পারবেন কিনা। এটা আদালতের সিদ্ধান্ত, বেগম জিয়ার নির্বাচন করতে পারা না পারা, সরকার এবং আওয়ামী লীগের এখন কিছু করার নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো জন্য কোন কিছু আটকে থাকে না। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর পার্লামেন্টের দুটি সংস্থার প্রধান হয়েছে ঢাকা। পার্লামেন্টের সম্মেলনও ঢাকায় হয়েছে। কই, কোনো দেশ কিন্তু বলে নাই ৫ জানুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আমরা ঢাকার সম্মেলনে যাব না।

তিনি বলেন, আগামী ১১ মার্চ বিজেপির আমন্ত্রণে ৫ দিনের সফরে ভারতে যাচ্ছি। এতে আওয়ামী লীগের ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

মন্ত্রী বলেন, বেগম জিয়ার মামলার রায়ের দিন ধার্য ছিল ৮ ফেব্রুয়ারি, তার আগে কেন, বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা তুলে নিল? আমি বারবার প্রশ্ন করার পরও এ প্রশ্নের কোনো জবাব পাচ্ছি না।

মন্ত্রী বলেন, বিএনপির গঠনতন্ত্রের সাত ধারা ছিল দুর্নীতির বিরুদ্ধে, দেউলিয়াপনার বিরুদ্ধে, উন্মাদ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং আদালতের দণ্ডিত ব্যক্তি তথা নৈতিকতার বিরুদ্ধে একটি রক্ষাকবজ। এতে বলা ছিল, কোনো ব্যক্তি সমাজে দুর্নীতিবাজ কিংবা কুখ্যাত কিংবা আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটি, জাতীয় কমিটিসহ কোনো পর্যায়ে থাকতে পারবেন না।

রায়ের আগে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে নৈতিকতার রক্ষাকবচ সাত ধারা তুলে নিয়ে তারা কী, উন্মাদ হওয়া, দেউলিয়া, দণ্ডপ্রাপ্ত ও দুর্নীতিবাজ ব্যক্তিকে লাইসেন্স দিল দল করার জন্য? বিএনপির নেতা হতে হলে নৈতিকতার কোনো সীমারেখা মানা যাবে না? অনৈতিক লোক, দুর্নীতিবাজ, উন্মাদ, দেউলিয়া লোক বিএনপির নেতা হতে পারবেন ? এতবড় একটা ধারা তারা সংশোধন করল, এ জন্য তারা কোনো কাউন্সিল করল না। কেন তারা সাত ধারা সংশোধন  করল দেশবাসী তা জানতে চায়।

সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সাত ধারা বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। এটা গঠনতন্ত্র থেকে তুলে নিয়ে তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেছে। এতে তারা নিজেদের সংকট তৈরি করেছে। নিজেদের সংকটের ফাঁদে তারা নিজেরাই পড়বে।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন