ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুদ্ধিজীবীদের বৈঠকে উপস্থিত ৫, বাকিরা কই ?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৮:৫৬ পিএম
বুদ্ধিজীবীদের বৈঠকে উপস্থিত ৫, বাকিরা কই ?

ঢাকা : দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপিকে এড়িয়ে চলছেন বুদ্ধিজীবীরা। জানা গেছে, খালেদা জিয়া বন্দি হওয়ার পর থেকে বিএনপি ঘরানার অনেক বুদ্ধিজীবী দলের নেতাদের সাথে দুরত্ব বজায় রেখে চলছেন। তারা পরিবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বা খালেদা জিয়ায় প্রতি আস্থা হারিয়ে ফেলছেন।

এছাড়া তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হওয়ায় অনেকেই নাখোশ বলেও ধারণা করা হচ্ছে। 

বিশেষ সূত্রে জানা গেছে, যারা একসময় বিএনপির বন্দনায় ব্যস্ত থাকতো তারাই এখন সরকারের বিভিন্ন মহলের সাথে আতাত করে চলতে শুরু করেছে।

এতদিন বিষয়টি স্পষ্ট না হলেও শনিবার গুলশানে বুদ্ধিজীবীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকে বিষয়টি স্পষ্ট হলো।

এদিন বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিতদের বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত মাত্র পাঁচ জন বুদ্ধিজীবী বৈঠকে অংশ নেন। বৈঠকে বিএনপির শীর্ষ ১০জন নেতা উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী অংশ নিয়েছেন। তবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বৈঠক শুরুর আধা ঘণ্টা পর এতে যোগ দেন।

বৈঠকে বিএনপির পক্ষে দলের ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী উপস্থিত।

উল্লেখ্য,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন