ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ ঘন্টার অনশনে কী আসে যায়, রোজা রাখুন!


গো নিউজ২৪ | ইমতিয়াজ আমিন, নিউজ রুম এডিটর প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৬:১৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১২:৫০ পিএম
৮ ঘন্টার অনশনে কী আসে যায়, রোজা রাখুন!

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে অনশনসহ তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
 
কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সারাদেশে সুবিধা অনুযায়ী এক ঘণ্টার মানব্বন্ধন, পরের দিন মঙ্গলবার সারাদেশে অবস্থান ধর্মঘট এবং বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন।

দলের চেয়ারপারসনের কারাদন্ডের প্রতিবাদে বিএনপির এই কর্মসূচিকে অনেকেই দেখছেন দায় সাড়া কর্মসূচি হিসেবে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ঘরানার একজন পেশাজীবী বলেন, দায় সাড়া কর্মসূচি দিয়ে কাজ হবে না। যা হবার তা হয়ে গেছে। এখন বিএনপির সামনে একটা পথই খোলা আছে, তা হলো দুর্বার আন্দোলন।

তিনি মনে করেন, লাগাতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারকে দিশেহারা করে দিতে পারলেই কেবল আবারো রাজনীতির মাঠে ফিরতে পারবে বিএনপি।

হেফাজত ইসলামের ঢাকা মহানগরের একজন নেতা বলেন, নয়টা-পাঁচটা অনশন করে দাবি আদায়ের দিন এখন আর নাই। ৮ ঘন্টা না খেয়ে থাকলে বিএনপি কর্মীদেরও যেমন কিছু হবে না, তেমনি সরকারেরও কিছু যাবে-আসবে না। তিনি বিএনপি কর্মীদের লাগাতার রোজা রাখার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।

এর প্রতিবাদে শনিবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে অনশনসহ তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী