ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দু-একদিনের মধ্যে জাহাঙ্গীরের বিষয়ে জানা যাবে’


গো নিউজ২৪ | রাজনীতি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০১:২৬ পিএম আপডেট: নভেম্বর ২২, ২০২১, ০৭:২৬ এএম
‘দু-একদিনের মধ্যে জাহাঙ্গীরের বিষয়ে জানা যাবে’

জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র থাকছেন কি না, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ পর্যালোচনার পর দু-একদিনের মধ্যে সেই বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

দল থেকে বহিষ্কার হওয়ার পর গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আইনটা (সিটি কর্পোরেশন আইন) দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক তারপর বলব। আইনগতভাবে তার অবস্থানটা কি হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে।’

জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে।’

পর্যালোচনা করতে কতদিন লাগবে- এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২-১ দিন লাগতে পারে।’

সংশোধিত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংশোধিত আইন অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য হবেন। পৌরসভার মেয়রও সদস্য হবেন। ইউএনও ও স্থানীয় সরকারের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন।’

আগের আইনে থাকা প্রশাসক নিয়োগের বিধান সংশোধিত আইনের সেটা তুলে দেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন